ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কাতারে প্রধান উপদেষ্টার সঙ্গে চার নারী ক্রীড়াবিদের ব্যস্ততা

প্রকাশিত: ২১:৩৪, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪০, ২২ এপ্রিল ২০২৫

কাতারে প্রধান উপদেষ্টার সঙ্গে চার নারী ক্রীড়াবিদের ব্যস্ততা

দোহায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং কাতারের আমিরের বোন ও আর্থনা সামিটের আয়োজক শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে বাংলাদেশের চার ক্রীড়াবিদ। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

আজ (২২ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় বাংলাদেশি ক্রীড়াবিদরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যস্ততম দিন অতিবাহিত করেছে। এই সফরে বাংলাদেশের খেলাধূলার উন্নয়নের জন্য অনেক  কিছু পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। 

ছবিতে ফুটবলার আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানাকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা যাচ্ছে। তাদের সঙ্গে আছেন কাতারের আমিরের বোন এবং আর্থনা সামিটের আয়োজক শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি। 

আর্থনা সম্মেলনে যোগ দিতে সোমবার চারদিনের সফরে কাতার গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হয়েছেন বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ। বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন।

 

জাহিদ জয় /রাজু

×