
* ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন বাংলাদেশের আশরাফুল (ছবি : বাংলাদেশ হকি ফেডারেশন )
ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এএইচএফ কাপে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ জাতীয় হকি দলের জন্য দিনটা আসলেই ‘মঙ্গলময়’ ছিল। কেননা এদিন তারা কুড়িয়ে নিয়েছে ঘাম ঝরানো জয়। জিবিকে হকি গ্রাউন্ডে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে। জয়ী দলের দুই গোলদাতা আশরাফুল ইসলাম ও আরশাদ হোসেন। থাইল্যান্ডকে হারিয়ে টানা তিন জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে মামুনুর রশীদের দল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে শীর্ষ স্থান আরও মজবুত করল বাংলাদেশ। নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে কাল বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী।
দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে থাইল্যান্ডের সার্কেলে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। ২৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ড্রাগ ফ্লিকে গোল করে দলকে এগিয়ে নেন আশরাফুল (১-০)। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন এই ডিফেন্ডার।
এই কোয়ার্টারের শেষ দিকেই থাউইচ্যাটের ফিল্ড গোলে সমতা ফেরায় থাইল্যান্ড (১-১)। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই চমৎতার রিভার্স হিটে বাংলাদেশকে ফের এগিয়ে নেন আরশাদ হোসেন (২-১)। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই খেলা শেষ হলে জয়ের চিত্তসুখ নিয়ে টার্ফ ছাড়েন মিমোরা।
রুমেল খান /রাজু