ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নারী কাবাডি টেস্ট সিরিজ

দুর্দান্ত জয়ে সিরিজ জমিয়ে তুললো বাংলাদেশ, ম্যাচসেরা শ্রাবণী 

প্রকাশিত: ২০:৪৯, ২২ এপ্রিল ২০২৫

দুর্দান্ত জয়ে সিরিজ জমিয়ে তুললো বাংলাদেশ, ম্যাচসেরা শ্রাবণী 

ঘাম ঝরানো জয়ের পর উল্লসিত বাংলাদেশ দল (ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন)

নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের উল্লাস। খেলোয়াড় ও কোচের সঙ্গে এই উৎসবে শামিল হয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ-ও। ছিলেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু ও নারী দলের ম্যানেজার মো: আসাদুজ্জামান।

পাঁচ ম্যাচের সিরিজে দুর্দান্ত কামব্যাক করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। স্বাগতিক নেপালের কাছে প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল শ্রাবণী, বৃষ্টিদের। কিন্তু তাতে দমে যায়নি বাংলাদেশের মেয়েরা। ভ্রমণক্লান্তির কারণে প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে চোখে চোখ রেখে খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর আজ মঙ্গলবার (২২ এপ্রিল) তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে প্রাধান্য বিস্তার করে খেলে ২৬-২৩ পয়েন্টে দারুণ এক জয় তুলে নিয়েছে। 
প্রথম দুই ম্যাচ হেরে তেতে ছিল বাংলাদেশের খেলোয়াড়রা। আজকের ম্যাচে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। রিভিউ সফলের মাধ্যমে ম্যাচের প্রথম পয়েন্ট পায় বাংলাদেশ। এরপর সুপার রেইড করে শ্রাবণী চার প্রতিপক্ষ খেলোয়াড়কে বাইরে পাঠিয়ে চার পয়েন্ট আদায় করে নেন। এখান থেকেই যেন বাংলাদেশ ম্যাচে আত্মবিশ্বাসের রসদ পেয়ে যায়।বাংলাদেশ অধিনায়ক শ্রাবণী মল্লিক ম্যাচসেরা খেলোয়াড় হন (ছবি : বাংলাদেশ কাবাডি ফেডারেশন)প্রতিপক্ষের খেলোয়ারকে সুপার ট্যাকল করেও বাড়তি পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। দারুন জমে উঠে বাংলাদেশ ও নেপালের খেলা। 
তবে পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। নেপালের ১৫ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের ছিল ১০ পয়েন্ট। 
তবে বিরতির পর উজ্জীবিত হয়ে খেলা শুরু করে বাংলাদেশ দল। ম্যাচে লিড নেয় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে একটি লোনাও পায় তারা। একটা সময় বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ১৮। আর নেপালের পয়েন্ট প্রথমার্ধের ১৫-ই থাকে। বাকিটা সময়ে লিড ধরে রেখেই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। 

জয় পেতে যে কতটা মরিয়া ছিল বাংলাদেশ সেটা প্রতিটা খেলোয়াড়ের চোখে মুখেই ফুটে উঠেছিল। বাংলাদেশকে কোণঠাসা করতে ম্যাচে আক্রমণাত্মক পথ বেছে নেয় নেপালের খেলোয়াড়রা। ম্যাচের যখন দুই মিনিট বাকি, তখন শ্রাবণীকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেন নেপালের অধিনায়ক। আহত হন বাংলাদেশের অধিনায়ক শ্রাবণী মল্লিক। বুকে ব্যথা নিয়ে বাইরে চলে গেলেও কিছুক্ষন পর আবার ফিরে আসেন তিনি। শেষদিকে তুমুল লড়াই হয়েছে দুই দলের মাঝে। কিন্তু হাসি নিয়ে খেলা শেষ করেছে বাংলাদেশ দল। 

আগামীকাল কোন খেলা নেই। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ এপ্রিল।
 

 

রুমেল খান /রাজু

×