
ছবি: সংগৃহীত
ইংলিশ ফুটবলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব বার্নলি। তবে প্রিমিয়ার লিগে তাদের প্রমোশন নিশ্চিত হওয়ার পরপরই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী মাঠ থেকে বের হওয়ার সময় এক পুলিশ কর্মকর্তার ধাক্কা খেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। একজন বার্নলি সমর্থক তাকে উস্কানিমূলক ভঙ্গি করলে হামজা আরও ক্ষিপ্ত হন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ করতে হয়।
রোববার (২০ এপ্রিল) রাতে টার্ফ মুরে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে ফিরে যায় বার্নলি। খেলা শেষে উল্লাসে মাতোয়ারা সমর্থকেরা মাঠে নেমে পড়েন খেলোয়াড়দের সঙ্গে উদযাপন করতে। এই আনন্দঘন মুহূর্তেই ঘটে অপ্রীতিকর এক ঘটনা।
লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা চৌধুরীকে মাঠ থেকে বের হওয়ার সময় এক পুলিশ কর্মকর্তা ধাক্কা দেন। এরপরই একজন বার্নলি সমর্থক তাকে সামনে এসে উস্কানিমূলক ভঙ্গিতে উদযাপন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন চৌধুরী।
স্কাই স্পোর্টসের সম্প্রচারে দেখা যায়, চৌধুরীকে নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের এগিয়ে আসতে হয়। তাকে জোরপূর্বক টানেলে নিয়ে যাওয়া হয়, যদিও তিনি বারবার ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন হামজা।
এই ঘটনার পেছনে আসল কারণ এখনও স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, মাঠে উদযাপন করতে আসা কিছু সমর্থকের আচরণই হয়তো চৌধুরীর প্রতিক্রিয়ার কারণ।
এর আগেও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ শেষে এমন হট্টগোল হয়েছে। পলিমাউথ আর্গাইলের বিপক্ষে হারের পর শেফিল্ডের কোচ ক্রিস উইল্ডার জড়িয়েছিলেন এক বচসায়, যেখানে খেলোয়াড় ও কোচদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়।
বার্নলি ও লিডস ইউনাইটেড এই জয়ে প্রিমিয়ার লিগে উঠে গেলেও, মাঠের এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের অর্জনের আনন্দ কিছুটা হলেও ম্লান করেছে।
শিহাব