
ব্যবধান গড়ে দেওয়া গোল করে উল্লসিত লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের আসরের শুরু থেকেই দাপট দেখাচ্ছে লিভারপুল। আর্নে স্লটের অধীনে অলরেডরা এতটাই দুর্দান্ত খেলে যে, শিরোপা উৎসব করাটা তাদের জন্য হয়ে উঠে কেবলই সময়ের ব্যাপার। এমন পরিস্থিতিতে রবিবারও জয়ের দেখা পেয়েছে লিভারপুল। লিচেস্টার সিটির মাঠ থেকে এদিন ১-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরে আর্নে স্লটের শিষ্যরা।
ফলে শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেছে লিভারপুল। আর মাত্র এক ম্যাচ জিতলেই ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরবে ভার্জিল-সালাহরা। তবে এর আগেও শিরোপা উদযাপনের সুযোগ রয়েছে তাদের। আগামী বুধবার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। সেই ম্যাচে গানাররা হেরে গেলেই লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে লিভারপুল।