
বিমান বন্দরে নারী ক্রিকেটারদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়
লাহোরে টান টান উত্তেজনায় শেষ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজকে রানরেটের মারপ্যাঁচে পিছিয়ে মূল পর্বের যোগ্যতা অর্জন করে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপ নিশ্চিত করা টাইগ্রেসরা আজ (সোমবার) বিকেলে দেশে ফিরেছে।
'আমরা প্রথমদিকে ভালোই করেছিলাম। যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারব। শুরুতে আমরা ভালো চেষ্টা করেছি, তো স্টিল প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি। তবে দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল হিউজ। তো স্টিল তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।' বিমান বন্দরে সংবাদ মাধ্যমে বলছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে টানা তিন জয়ে কক্ষপথেই ছিল বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কাছে বড় হারে পড়তে হয় সমীকরনের মারপ্যাচে। জ্যোতিদের ভাগ্য ঝুলে যায় উন্ডিজ-থাইল্যান্ড শেষ ম্যাচে।
১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ১ ওভারে স্পর্শ করলেই ওয়েস্ট ইন্ডিজ যাবে বিশ্বকাপে। তবে সেটা ১১ ওভারেও নেয়া সম্ভব। সেজন্য শুরুতে ১৬৬ রান করতে হতো তাদের। এরপর ছক্কা হাঁকিয়ে ১৭২ রান করতে পারলে ১১ ওভারে ম্যাচ জিতেও বাংলাদেশকে ছাপিয়ে তারা যাবে বিশ্বকাপে। তবে শেষ পর্যন্ত উইন্ডিজ ৬ উইকেটে জিতলেও রান রেটে পিছিয়ে পড়ে, বাংলাদেশ পায় বিশ্বকাপের টিকিট।
ছয় দলের বাছাই পর্বে সেরা দুই থাকার সুবাদে আগামি সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেল পাকিস্তান ও বাংলাদেশ। যেখানে র্যাংকিংয়ের শীর্ষ ছয়টিসহ মোট আটটি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে।
মিরাজ/শহীদ