ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

স্বার্থান্বেষী সংগঠকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণরা: নুরুল হাসান সোহান

প্রকাশিত: ০৪:১৩, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ০৪:১৩, ২১ এপ্রিল ২০২৫

স্বার্থান্বেষী সংগঠকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণরা: নুরুল হাসান সোহান

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার ও খুলনার কৃতী সন্তান কাজী নুরুল হাসান সোহান সম্প্রতি খুলনার ক্রিকেটের দুরবস্থা নিয়ে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস শেয়ার করেছেন।

সোহান অভিযোগ করেন, “কিছু সুবিধাভোগী ও স্বার্থান্বেষী ক্রিকেট সংগঠকের ব্যবসায়িক স্বার্থের কারণে খুলনার স্থানীয় ক্রিকেট বছরের পর বছর ধরে ধ্বংসের পথে। প্রায় ৮-১০ বছর ধরে খুলনায় কোনো লিগ আয়োজন না হওয়ায় সম্ভাবনাময় শত শত তরুণ ক্রিকেটার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।”

তিনি আরও লেখেন, “একসময় খুলনা থেকেই জাতীয় দলে উঠে আসতেন অনেক বড় তারকা। কিন্তু এখন খুলনার প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার গড়ার আগেই থেমে যাচ্ছে। স্থানীয় টুর্নামেন্ট, ঘরোয়া ক্রিকেট—সব কিছুই মুখ থুবড়ে পড়েছে কিছু সংগঠকের স্বার্থান্বেষী ভূমিকার কারণে।”

প্রসঙ্গত, কাজী নুরুল হাসান সোহান একজন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে বিভিন্ন ফরম্যাটে খেলেছেন তিনি। খুলনা অঞ্চলের ক্রিকেটের উন্নয়নে তার এই উদ্বেগ হয়তো নতুন করে চিন্তার খোরাক জোগাবে সংশ্লিষ্ট মহলে।

ইমরান

×