
জুয়া খেললে যে ধরনের শাস্তি হয়, বেটিংয়ের ক্ষেত্রেও তেমনই শাস্তির বিধান কার্যকর করতে চাই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২০ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশনের সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, অনলাইন বেটিং এখন শুধু বড় শহরে নয়, গ্রাম-গঞ্জেও ছড়িয়ে পড়ছে। এমনকি বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদ বা সংগঠকরাও কোনো না কোনোভাবে এর সঙ্গে জড়িয়ে পড়ছেন। এই প্রবণতা রুখতে সরকার কঠোর অবস্থান নিচ্ছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বেটিংয়ের সঙ্গে জড়িত আর্থিক লেনদেনও আমরা কঠোর নজরদারিতে রেখেছি। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আইনের চোখে বেটিং-ও জুয়াকে শিগগিরই সম্পূর্ণ নিষিদ্ধ করতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, ক্রীড়াবিদ বা ক্রীড়া সংশ্লিষ্ট কেউ যেন বেটিংয়ের বিজ্ঞাপন বা প্রচারে অংশ নিতে না পারেন, সে বিষয়ে আইন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের নির্দেশনা থাকবে—কোনো ক্রীড়াবিদ বা সংগঠক বেটিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। ক্রীড়া ও নৈতিকতা একসঙ্গে চলতে পারে না, সেখানে বেটিংয়ের কোনো স্থান নেই।
ক্রীড়া উপদেষ্টা আরও বলেনা , ফিক্সিং এখন একটি বৈশ্বিক সমস্যা। প্রথম ও তৃতীয় বিভাগের খেলায় প্রায়ই এমন অভিযোগ আসে। উন্নত দেশগুলো প্রযুক্তি ব্যবহার করে যেভাবে ফিক্সিং চিহ্নিত করছে, আমরাও সে পথেই এগোতে চাই। আমাদের ফেডারেশনগুলোও ফিক্সিং প্রতিরোধে কাজ করছে।
এসএফ