ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

হালান্ডের যে কীর্তি মুছে নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেন

প্রকাশিত: ২১:১৬, ২০ এপ্রিল ২০২৫

হালান্ডের যে কীর্তি মুছে নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেন

হালান্ডকে ছাড়িয়ে দ্রুততম ৬০ গোলের নজীর এখন হ্যারি কেনের দখলে

জার্মান বুন্দেসলিগায় দ্রুততম ৬০ গোল করে নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেন। শনিবার হেইডেনহেইমের বিপক্ষে গোলের সৌজন্যে এই কীর্তি গড়েন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। ম্যাচের ১২ মিনিটে গোল করে বায়ার্ন মিউনিখকে প্রথম এগিয়ে দেন হ্যারি কেন। আর তাতেই বুন্দেসলিগায় দ্রুততম ৬০ গোলের অবিস্বরণীয় নজীর গড়েন তিনি। মাত্র ৬০ ম্যাচে ৬০ গোল করেন বায়ার্নের এই ইংলিশ অধিনায়ক। 

সেইসঙ্গে ছাড়িয়ে গেলেন বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে। ৬৫ ম্যাচ থেকে ৬০ গোল করে এতোদিন এই রেকর্ড নিজের করে রেখেছিলেন আর্লিং হালান্ড। শুধু তাই নয়? হেইডেনহেইমের বিপক্ষে চলতি মৌসুমে বায়ার্নের হয়ে শেষ ছয় ম্যাচে এটা হ্যারি কেনের চতুর্থ গোল। সবমিলিয়ে লিগে ইংলিশ অধিনায়কের এটা চলতি মৌসুমের ২৪তম আর বুন্দেসলিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৩৫তম গোল।

বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের গোলের পরই যেন উজ্জীবীত হয়ে পড়ে সফরকারীরা। প্রথমার্ধের ৩৬ মিনিটের মধ্যেই আরও ২ গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ১৯ মিনিটে কোনার্দ লাম গোল ব্যবধান দ্বিগুন করার পর ৩৬ মিনিটে বায়ার্নের ব্যবধান ৩-০ করেন কিংসলে কোম্যান। ফলে ৩ গোলের বড় লিড নিয়েই বিরতিতে যায় সফরকারী শিবির। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে জসুয়া কিমিচ গোল করে ব্যবধানটা আরও বাড়ে সফরকারী দলের। তবে এরপর আর কোন গোল না হলে ৪-০ ব্যবদানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

হেইডেনহেইমের বিপক্ষে এ জয়ের ফলে ৩০ ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের সংগ্রহ দাঁড়িয়েছে ৭২ পয়েন্ট। অবস্থান যথারীতি বুন্দেসলিগার শীর্ষে। বাকি থাকা চার ম্যাচ থেকে আর দুই জয় পেলে তাদের পয়েন্ট হবে ৭৮। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেনের ২৯ ম্যাচ থেকে সংগ্রহ ৬৩ পয়েন্ট। অর্থাৎ তারা বাকি পাঁচ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৭৮ পয়েন্টই হবে। জার্মান বুন্দেসলিগায় যদি পয়েন্ট সমান হয় তাহলে দেখা হয় দুই দলের গোল ব্যবধান। এখন পর্যন্ত লেভারকুসেনের চেয়ে বায়ার্ন মিউনিখ ২৯ গোলে এগিয়ে রয়েছে। যে কারণে বলাই যায় হেইডেনহেইমের বিপক্ষে জয়ের পর শিরোপা পুনরুদ্ধারের পথে আরও একধাপ এগিয়ে গেল কেন-মুলাররা।

জার্মান বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখ। টুর্নামেন্টের সর্বোচ্চ ৩৩ বারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু গত মৌসুমে বুন্দেসলিগার শিরোপা হাতছাড়া করে ফেলে বাভারিয়ানরা। অথচ, তার আগে টানা ১১ মৌসুমে লিগ শিরোপা জয়ের নজীর গড়েছিল বায়ার্ন মিউনিখ। তবে চলতি মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের খুব দ্বারপ্রান্তে পৌছে গেছে কেন-মুলাররা। 
 

 

মোস্তফা /রাজু

×