ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ, চালকের আসনে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:২৩, ২০ এপ্রিল ২০২৫

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ, চালকের আসনে জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম দিনটা একেবারে নিজেদের করে নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের বিপক্ষে উইকেটে ধৈর্য ও টেকনিকের পরিচয় দিয়ে দিন শেষে এগিয়ে আছে তারা। দিন শেষে টাইগারদের চেয়ে ১২৪ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে পুরো ১০ উইকেট।

বাংলাদেশের ইনিংসের শুরুটা আশাব্যঞ্জক হলেও বেশিক্ষণ টিকতে পারেননি দুই ওপেনার সাদমান ইসলাম (১২) ও মাহমুদুল হাসান জয় (১৪)। এরপর শান্ত ও মুমিনুল মিলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে শান্ত আউট হন ৪০ রানে। মুশফিকুর রহিমও ব্যর্থ, করেন মাত্র ৪ রান।

এক পর্যায়ে মুমিনুল হক ফিফটি তুলে নিলেও অপর প্রান্তে উইকেট পতনের মিছিল থামেনি। মিরাজ, তাইজুল, হাসান মাহমুদরা একে একে ফিরে যান। শেষ পর্যন্ত বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৬১ ওভারে ১৯১ রানে।

জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ও মাসাকাদজা নেন সমান ৩টি করে উইকেট। পরে ব্যাট হাতে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করে সফরকারীরা। ব্রায়ান বেনেট ও বেন কারেনের ধৈর্যশীল ব্যাটিংয়ে এখন চাপ পুরোপুরি বাংলাদেশের ওপর।

এসএফ 

×