ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা ভাবছেন মেসি

প্রকাশিত: ০৬:৪৯, ২০ এপ্রিল ২০২৫

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা ভাবছেন মেসি

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন কিনা, তা নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরেই। ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই ভক্তরা তাকিয়ে ছিলেন মেসির পরবর্তী সিদ্ধান্তের দিকে। অবশেষে ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন মেসি নিজেই।

সম্প্রতি সাবেক ফুটবলার এনরিকে উলফের সঙ্গে ইউটিউব চ্যানেল ‘সিমপ্লেমেন্তে ফুটবল’ এর অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সত্যি বলতে কি, সময়টা এখনও অনেক দূরের মনে হলেও সময় খুব দ্রুত চলে যায়। আমি কীভাবে অনুভব করি, সেটাই আসল বিষয়। অবশ্যই সেটা মাথায় আসে, তবে আমি এখনই কোনো লক্ষ্য ঠিক করতে চাই না।’

মেসি জানান, ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বছরটি (২০২৫) গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘যদি বলি আমি খেলার ব্যাপারে চিন্তা করছি না, তবে মিথ্যা বলা হবে। এখন দেখতে হবে সেখানে থাকার মতো আমি যোগ্য কিনা।’

ফুটবলে সবকিছুই অর্জন করা হয়ে গেছে মেসির। সাক্ষাৎকারে সে কথা উল্লেখ করে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান এই মহাতারকা। স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামালের প্রসঙ্গ আসলে মেসি মন খুলে প্রশংসা করেন তাঁর।

মাত্র ১৭ বছর বয়সী এই ফুটবলার খেলছেন বার্সেলোনার হয়ে। ইয়ামাল প্রসঙ্গে মেসি বলেন, ‘ওর বয়স মাত্র ১৭ বছর, সে এখন বড় হচ্ছে, একজন খেলোয়াড় হিসেবেও বড় হচ্ছে এবং ম্যাচে অবদান রাখছে, যেমনটি আমিও ছিলাম।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=ypEXbkXTfxY

রাকিব

×