ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আজ সিলেটে শুরু দুই দলের প্রথম টেস্ট জিততে চান শান্তরা

নতুন কিছু করতে চায় বাংলাদেশ

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০০:৫৪, ২০ এপ্রিল ২০২৫

নতুন কিছু করতে চায় বাংলাদেশ

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের দুই অধিনায়ক

প্রায় ৫ মাস আগে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর স্বল্প পরিসরের ক্রিকেটে ব্যস্ততা গেছে। এখন আবার টেস্ট ক্রিকেটে ফিরছে তারা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে গত নভেম্বর মাসে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। সেই সিরিজে ছিলেন না বেশ কয়েক অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকুর রহিম এবং নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেননি। এবার এ দু’জনই আছেন।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাটিতে বাংলাদেশ দুর্বার হলেও সর্বশেষ ৫ টেস্ট হেরেছে নিজ দেশে। এবার দুর্বলতর প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে সেই পরিস্থিতি পাল্টাতে চান শান্তরা। এবারও লিটন কুমার দাস, তাসকিন আহমেদকে ছাড়াই খেলতে হবে। তাই ভিন্ন লড়াই হবে। নতুন কিছু করে দেখানোর কথাও বলছেন অধিনায়ক শান্ত। শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের প্রত্যয় জানিয়েছেন।
২০২১ সালে সর্বশেষবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ দল। সেবার জিম্বাবুয়ের মাটিতে হওয়া একমাত্র টেস্টে জিতেছে। অন্যদিকে ৫ বছর আগে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। এবার অবশ্য ভিন্ন চেহারার দল নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান নেই, লিটন, তামিম ইকবাল, এবাদত হোসেনরা নেই।

পরিবর্তিত একটি দল নিয়েও সর্বশেষ খেলা টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গত বছর নভেম্বরে একটি টেস্ট জিতেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ছিলেন সেখানে নেতৃত্বে। এবার বাংলাদেশ দল খেলবে শান্তর নেতৃত্বে। মাঝে শুধু স্বল্প পরিসরের ক্রিকেটে সাড়ে ৪ কিংবা ৫ মাসের ব্যস্ততা। এখন আবার দীর্ঘ পরিসরের টেস্ট ম্যাচ। তার আগে এই মেজাজে নিজেদের মানিয়ে নিতে মাত্র ৭ দিন সময় পেয়েছেন ক্রিকেটাররা। সিলেটে অনুশীলন ক্যাম্প করেছে দল। এ নিয়ে শান্ত বলেছেন,‘আমার মনে হয় প্রস্তুতি খুব ভালো হয়েছে।

ফ্যাসিলিটিজ অনুযায়ী উইকেটগুলো ভালো ছিল আমার মনে হয়। মোটামুটি আমরা যে রকম উইকেটে অনুশীলন করতে চেয়েছি, যে ধরনের সুবিধাগুলো আমরা পেয়েছি। যারা মাঠের দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব ম্যাচেও এ ধরনের উইকেট আমরা পাব। আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছে।’
জিম্বাবুয়ে দলও বেশ পরিবর্তিত। তারা ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে এসে সিলেটে গিয়ে পরদিনই অনুশীলনে নেমেছে। জিম্বাবুয়েরও আশা তারা দারুণ কিছু করতে পারবে এবার। সাম্প্রতিক দারুণ আলোচিত ফাস্ট বোলার নাহিদ রানা। কিন্তু গতিময় এ বোলারকে নিয়ে খুব বেশি চিন্তিত নয় জিম্বাবুয়ে। সফরকারী দলের অলরাউন্ডার শন উইলিয়ামস সংবাদ সম্মেলনে দাবি করেছেন নাহিদের চেয়ে দ্রুতগতির বোলার খেলে অভ্যস্ত তারা। এ বিষয়ে শান্ত বলেছেন, ‘কালকের (আজ) ম্যাচে নাহিদ যখন বল করবে।

বিপক্ষ দল যখন ব্যাট করবে, তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন। যে নাহিদ রানা আসলে কত জোরে বল করে, কেন সে এক্সট্রা-অর্ডিনারি।’ সিলেটের আরেক তরুণ পেসার তানজিম হাসান সাকিব এবারই প্রথম টেস্ট দলে ডাক পেয়েছেন। ৩ পেসার নিয়ে খেললে তারও সম্ভাবনা আছে নাহিদ ও হাসান মাহমুদের সঙ্গী হওয়ার। কিন্তু নাহিদই ‘এক্স ফ্যাক্টর’ হয়ে উঠবেন এমনটাই আশা বাংলাদেশের কোচ ফিল সিমন্সের।

রানাকে নিয়ে শান্ত বলেছেন,‘যখন ও কিছুই খেলেনি, একাডেমিতে প্র্যাকটিস করত, তখন থেকেই চিনি। তো তখন থেকেই এখন পর্যন্ত একটা মেসেজ ওকে দিয়েছি, রানা যেন ১৪০ প্লাস গতিতে বল করে।’ এদের নিয়েই এবার নতুন কিছু করার আশা শান্তর। 
তিনি বলেছেন,‘আমি অধিনায়ক হিসেবে মনে করি যে প্রত্যেকটা ম্যাচ আমরা জয়ের জন্য খেলি। এখানে ব্যক্তিগত ক্রিকেটটা খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। নতুন কিছু আমরা চেষ্টা করব এবং এটাও শুরু হবে আগামীকাল (আজ) থেকে। আমার মনে হয় এটার জন্য যে ধরনের মনমানসিকতা, প্রস্তুতি থাকা দরকার সেগুলো খেলোয়াড়রা নিচ্ছে। আমার মনে হয় যে এত বছর টেস্ট খেলার পরেও আমাদের যখন টেস্ট কালচার নিয়ে কথা বলতে হয় অবশ্যই দুঃখজনক।’

×