
হতাশায় মুষড়ে পড়ে টিম উইন্ডিজ
অবিশ্বাস্য ব্যাটিংয়ে রান রেটের বিশাল ব্যবধান প্রায় ঘুচিয়েই ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। পারল না একটুর জন্য। পাকিস্তানের কাছে ৭ উইকেটের হারের পরও নেট রান রেটে দ্বিতীয় সেরা দল হিসেবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ। লাহোরে আজ (শনিবার) থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬৭ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১০.৫ ওভারে।
থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্য ১০.১ ওভারে টপকে যেতে পারলেই বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপের মূল পর্বে চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৬৬ রানে পৌঁছানোর পর শেষ বলে চার হলে ১০.৪ ওভারের ভেতর ওয়েস্ট ইন্ডিজ জয় পেলেও বিশ্বকাপের টিকিট পাবে। এখানেই শেষ নয়, ১৬৬ রানের পর শেষ বলে ছয় মারতে পারলে ১১ ওভারের ভেতর জয় পেলেও উইন্ডিজ বিশ্বকাপে খেলার সুযোগ পেত।এমন একাধিক সমীকরণের ম্যাচে বিশ্বকাপের টিকিট নিজেদের ভুলেই হাত ছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৪ ওভারে ১৬২ রান ছিল ক্যারিবিয়ানদের। জয়ের জন্য ৫ রানের প্রয়োজন হলেও পরের দুই বলে একটি চার ও একটি ছয় মারতে পারলে বিশ্বকাপের টিকিট পেয়ে যেত ওয়েস্ট ইন্ডিজ।
কিন্তু স্টেফানি টেইলর ১০.৫ ওভারের সেই বল চার মারার জন্য লং অনে সজোরে শট খেললে বল থাইল্যান্ডের ফিল্ডারের মাথার ওপর দিয়ে ছয় হয়ে যায়। সেই সঙ্গে ম্যাচ জিতে গেলেও বিশ্বকাপের আশা শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের!
বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে +০.৬২৬ নেট রান রেটে। শীর্ষে থেকে আগেই টিকিট নিশ্চিত করে পাকিস্তান (৫ জয়ে ১০ পয়েন্ট, +১.০৭৪)।
ছয় দলের বাছাই পর্বে সেরা দুই থাকার সুবাদে আগামি সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেল। যেখানে মেয়েদের ক্রিকেটে র্যাংকিংয়ের শীর্ষ ছয়টিসহ মোট আটটি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মঞ্চে পা-রাখল টাইগ্রেসরা।
মিরাজ /রাজু