ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫, ১৯ এপ্রিল ২০২৫

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ নারী দল

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার মিশনে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে এখন বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় পড়েছে টাইগ্রেসরা।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৭৮ রান। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে ৬২ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

এই হারের ফলে বাছাই পর্বে বাংলাদেশ পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ এখনো এক ম্যাচ হাতে রেখেছে এবং তাদের পয়েন্ট ৪। শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলে তাদেরও পয়েন্ট হবে ৬। তখন রানরেটই নির্ধারণ করবে কে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট কাটবে। অর্থাৎ, বাংলাদেশের ভাগ্য এখন নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ফলের ওপর।


১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান শুরুতেই একটি উইকেট হারালেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয় বলেই শাওয়াল জুলফিকারকে ফিরিয়ে দেন মারুফা আক্তার। এরপর ওপেনার মুনিবা আলী ও সিফরা আমিন গড়েন ৮০ রানের জুটি। সিফরা করেন ৩৭ রান (৫ চার), তাকে আউট করেন রাবেয়া।

তৃতীয় উইকেটে মুনিবা ও আলিয়া রিয়াজ মিলে যোগ করেন আরও ৭৪ রান। মুনিবা করেন ৬৯ রান, তাকে আউট করেন নাহিদা। বাকিটা কাজ শেষ করেন আলিয়া ও নাতালিয়া পারভেজ। আলিয়া ৫২ রানে অপরাজিত থাকেন (৬ চার ও ১ ছয়ে) এবং নাতালিয়া করেন ১৩ রান।

বিশ্বকাপের টিকিট পাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন বাংলাদেশের চোখ ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে।

এসএফ 

×