
টানা তিন হারের পর শেফিল্ডকে স্বস্তির জয় এনে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার।ইংলিশ ফুটবলের মাঠে আবারও আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। দুর্দান্ত ফুটবল উপহার দেওয়ার দিনে দেখলেন হলুদ কার্ড। তবে তাতেও থেমে থাকেননি তিনি। টানা তিন ম্যাচের হারের বৃত্ত থেকে বেরিয়ে দলকে এনে দিলেন স্বস্তির এক জয়।
ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে কার্ডিফ সিটিকে দুই শূন্য গোলে হারিয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। লিগে পরপর তিন ম্যাচে হারার পর এই জয় ছিল শেফিল্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠার জন্য টেবিলের শীর্ষ দুইয়ে থাকা জরুরি। সেই লক্ষ্যেই ঘরের মাঠে জ্বলে উঠেছেন হামজা চৌধুরী।
গোল ঠেকানো থেকে শুরু করে ট্যাকেল, প্রতিপক্ষকে রুখে দেওয়া, কিংবা অসাধারণ পাস ,প্রতিটি ক্ষেত্রেই নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন হামজা। দুর্দান্ত গতি ও কৌশলে তিনি বারবার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছেন। তার নেতৃত্বে ম্যাচে শেফিল্ডের আধিপত্য ছিল চোখে পড়ার মতো।
ম্যাচের ৬৮তম মিনিটে হলুদ কার্ড দেখেন হামজা চৌধুরী। তবে সেটি তাকে বা তার দলকে থামাতে পারেনি। বরং এরপরই ম্যাচে আরও ছন্দ খুঁজে পায় শেফিল্ড ইউনাইটেড।
ম্যাচের ৮২তম মিনিটে গুস্তাভ হেমার গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৮৭ মিনিটে বেনদায়াস দ্বিতীয় গোলটি করে নিশ্চিত করেন জয়। দুই শূন্য গোলের এই জয়ে শেফিল্ড এখন লিগ টেবিলের তিন নম্বরে। তবে প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার জন্য তাদের লক্ষ্য টেবিলের শীর্ষ দুই অবস্থানে পৌঁছানো।
হলুদ কার্ড দেখে কিছুটা উত্তেজিত থাকলেও হামজা চৌধুরীর পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। তার পা থেকেই আসা পাস, রক্ষণভাগের দৃঢ়তা, এবং মাঝমাঠে প্রতিপক্ষকে আটকে দেওয়ার দক্ষতা শেফিল্ড ইউনাইটেডের জয়ের মূল চাবিকাঠি হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে দল কেমন করে এই জয়ের ধারা ধরে রাখে।
সূত্র:https://tinyurl.com/2pxsrmvd
আফরোজা