ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে আনচেলত্তি-ক্লপ!

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫২, ১৮ এপ্রিল ২০২৫

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে আনচেলত্তি-ক্লপ!

.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবও লস ব্ল্যাঙ্কোসরা। কিন্তু এবার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেছে তারা। তাও আবার আর্সেনালের কাছে দুই লেগেই লজ্জাজনকভাবে হেরে। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বেলিংহ্যামদের নিয়ে এবারও বড় স্বপ্ন দেখেছিল স্পেনের জায়ান্ট ক্লাবটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে যেন বড় এক ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ।  
ফলে লস ব্ল্যাঙ্কোসদের সফল কোচ কার্লো আনচেলত্তির চাকরি নিয়ে চলছে এখন জল্পনা-কল্পনা। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালের পরই নাকি বর্ষীয়ান এই কোচকে বিদায় জানিয়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর বর্তমান চ্যাম্পিয়নরা যদি নতুন কোচ নিতে চায় তবে সেই বিষয়টিকে মেনে নেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। গানারদের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হারের পর রিয়াল কোচ আনচেলত্তি বলেন, কোচ পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে ক্লাবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা এ বছরই হতে পারে, অথবা আগামী মৌসুমের শেষে আমার সঙ্গে চুক্তি শেষ হবার পরও হতে পারে। কোনোটিতেই আমি কোনো সমস্যা দেখছি না। তবে একটি কথা বলতে চাই, যেদিনই এই ক্লাব ছেড়ে চলে যাব আমি রিয়ালকে শুধুমাত্র ধন্যবাদ জানাব। এটা আগামীকালও হতে পারে, ১০ দিন, এক মাস অথবা এক বছরও হতে পারে। সবকিছুর পরেও আমি ধন্যবাদ জানাতে চাই, তখন আমার সঙ্গে চুক্তি থাকুক বা না থাকুক। রিয়াল বরখাস্ত করলে আনচেলত্তি কেন কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবেন? তা হয়ত অনেকেরই জানা। রিয়ালের চাকরি শেষেই আনচেলত্তি যে যোগ দিতে পারেন ব্রাজিল শিবিরে। তবে এছাড়াও এই মুহূর্তে আরও বেশ কিছু খবর ভেসে বেড়াচ্ছে আকাশে-বাতাসে।

প্যানেল

×