ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ম্যানইউর মহাকাব্যিক প্রত্যাবর্তন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫১, ১৮ এপ্রিল ২০২৫

ম্যানইউর মহাকাব্যিক প্রত্যাবর্তন

.

অবিশ্বাস্য! রীতিমতো মহাকাব্যিক এক লড়াইয়ের সাক্ষী হলো ওল্ড ট্র্যাফোর্ড। রুদ্ধশ্বাস এক লড়াই শেষে ফরাসি ক্লাব অলিম্পিক লিওকে অতিরিক্ত সময়ে ৫-৪ গোলে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় শেষ চারের টিকিট কাটে রুবেন আমোরিমের দল। ফাইনালেওঠার লড়াইয়ে রেড ডেভিলদের প্রতিপক্ষ এখন স্পেনের অ্যাথলেটিক ক্লাব। এছাড়াও ইউরোপা লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম হটস্পার এবং বোডো/গ্লিমিট। তবে বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ফুটবলপ্রেমীরা যা দেখেছেন তা রীতিমতো অবিশ্বাস্যই বলা চলে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিওর মাঠ থেকে ২-২ গোলে ড্র নিয়ে বাড়ি ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের সামনে দ্বিতীয় লেগে অবশ্য দারুণ শুরু করেছিল রুবেন আমোরিমের দল। প্রথমার্ধেই যে ২-০ গোলে এগিয়ে যায় ম্যানইউ। ১০ মিনিটে আলেহান্দ্রো গার্নাচোর পাস থেকে ইউনাইটেডকে প্রথম এগিয়ে দেন মানুয়েল উগার্তে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো দালোত। কিন্তু হাল ছাড়েনি সফরকারী দল। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে তোলিসো হেডে গোল করে ব্যবধান কমান। ৭৭ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকো গোল করে লিওকে সমতায় ফেরান। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে লেনি ইয়োরোকে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লিওর ফরাসি মিডফিল্ডার তোলিসো। এর পর দুই লেগ মিলিয়ে ৪-৪ স্কোরলাইন হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই দেখা যায় রোমাঞ্চকর লড়াই। ১০৪ মিনিটে হায়ান শের্কি গোল করে এগিয়ে দেন লিওকে। তার চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান লাকাজেত। ফলে সেমির স্বপ্ন দেখতে শুরু করে দেয় তারা।
অন্যদিকে স্বাগতিক সমর্থকদের চোখেমুখে চরম হতাশা! কাসেমিরো ডি-বক্সে ফাউলের শিকার হলে ১১৪ মিনিটে পেনাল্টি পায় ম্যানইউ। সফল স্পট কিকে গোল করে কিছুটা আশা জাগান ব্রুনো ফার্নান্দেজ। ১১৯ মিনিট পর্যন্ত গোল না হলে স্বাগতিকদের বিদায় প্রায় নিশ্চিতই ধরে নেওয়া হয়। কিন্তু ম্যাচের নাটকীয়তা যেন তখনও বাকি। ১২০ মিনিটে কাসেমিরোর পাস থেকে গোল করে ইউনাইটেডকে সমতায় ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেন কবি মেইনু। পরের মিনিটেই প্রতিপক্ষকে স্তব্ধ করে দুর্দান্ত এক গোল করে লিওর কাছ থেকে জয় ছিনিয়ে আনেন ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ার। ততক্ষণে  উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ড। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও।

প্যানেল

×