ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নাহিদকে নিয়ে উইলিয়াস

‘দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না’

প্রকাশিত: ২১:২৫, ১৮ এপ্রিল ২০২৫

‘দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না’

নাহিদ রানা

বাংলাদেশের বিপক্ষে যেকোনো দলের খেলার আগেই এখন চলে আসে নাহিদ রানা প্রসঙ্গ। গত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল ভালো করতে না পারলেও গতির কারণে আলোচনায় ছিলেন এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে আছেন তিনি। তাঁকে নিয়ে কথা হচ্ছে সিলেট টেস্টের আগেও।

তবে নাহিদ রানাকে নিয়ে খুব একটা চিন্তিত নন শন উইলিয়ামস,‘এখনকার দিনে অনেক বোলারই আছে দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না। আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে, যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।’সিলেটে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে বলেন জিম্বাবুয়ে অলরাউন্ডার।

এদিকে টেস্ট সিরিজ চলাকালে গোমরামুখো আবহাওয়ার শঙ্কায় সংশ্লিষ্টদের দুশ্চিন্তা থাকলেও উইলিয়ামস ইতিবাচক,‘গতকাল অনুশীলনের সময় বৃষ্টিটা বেশ উপভোগ করেছি। এটা আমাদের প্রস্তুতিরই অংশ। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই মানিয়ে নেওয়াটাই ভালো।’

পিচ নিয়ে প্রশ্ন উইলিয়ামসের বলেন, ‘এবার উইকেট আগের চেয়ে কিছুটা ভিন্ন মনে হচ্ছে। আগেরবার লো ও স্লো এবং স্পিন সহায়ক উইকেট পেয়েছিলাম। এবার উইকেটে ঘাস দেখা যাচ্ছে, মনে হচ্ছে পেসারদের জন্য সহায়ক হতে পারে। পরিসংখ্যানও বলছে, এখানে প্রায় ৮০ শতাংশ সময়ই পেসারদের জন্য সুবিধাজনক পরিবেশ থাকে।’

সিলেটে রবিবার শুরু প্রথম টেস্ট। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৮ এপ্রিল থেকে।

মিরাজ/আশিক

×