
সংবাদ সম্মেলনে কথা বলছেন সিমন্স
রবিবার সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। উইকেট তৈরিতে সহায়তা করতে ঢাকা থেকে সিলেট চলে গেছেন বিসিবির প্রধান কিউরেটর গামিনি সিলভা। টেস্ট ক্রিকেটে উইকেট যে বড় ফ্যাক্টর সেটি না বললেও চলে। বিশ্বের সব দেশেই ঘরের মাটিতে খেলার সুবিধা নিতে নিজেদের মতো উইকেট তৈরি করে থাকে।
তবে বাংলাদেশ কোচ ফিল সিমন্স চাইছেন স্পোর্টিং উইকেট,‘আমাদের পরিকল্পনা প্রপার উইকেট প্রস্তুত করার। আমরা টেস্ট দলটাকে যে জায়গায় নিয়ে যেতে চাই, সেভাবে খেলতে চাই। আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনায় খেলি। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরি করা জরুরি নয়’ সিলেটে আজ (শুক্রবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন তিনি।
গত বছর পাকিস্তানকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা, হাসান মাহমুদরা। দেশের মাঠে বাংলাদেশের সাফল্যের বড় কারিগর সবসময়ই স্পিনাররা।
তবে সাম্প্রতিক সময়ে পেসাররাও দারুণ উন্নতি করায় এখন আর নির্দিষ্ট কোনো বিভাগের ওপর নির্ভর করার প্রয়োজন নেই মনে করেন বাংলাদেশের প্রধান কোচ,‘প্রপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। তাই আলাদা করে স্পিন বা পেস উইকেট তৈরির কোনো আলোচনা হয়নি। আমরা আজকে দেখেছি উইকেট... বেশ শক্ত। ভালো উইকেট মনে হচ্ছে। আগামীকাল কেমন হয়, আমাদের দেখতে হবে।’
টেস্ট ক্রিকেটে গত বছর মিশ্র অভিজ্ঞতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। দেশের বাইরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারালেও, নিজেদের মাঠে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করতেই পারেনি তারা। হতশ্রী পারফরম্যান্সে চার ম্যাচই হেরেছে খুব বাজেভাবে।
তাই শক্তি-সামর্থ্য কিংবা সাম্প্রতিক ফর্মসহ সার্বিক বিবেচনায় বেশ পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্য সাম্প্রতিক পরিসংখ্যানে পরিষ্কার এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি লড়াইয়ে সবশেষ আট ম্যাচে মাত্র একটি হেরেছে তারা। সবশেষ তিন টেস্টেই জিম্বাবুয়েকে হারিয়েছে তারা বিশাল ব্যবধানে।
মিরাজ/আশিক