ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মেসির চোখে ভবিষ্যতের রাজা লামিন ইয়ামাল !

প্রকাশিত: ২০:০৭, ১৮ এপ্রিল ২০২৫

মেসির চোখে ভবিষ্যতের রাজা লামিন ইয়ামাল !

ছবি: সংগৃহীত

লা মাসিয়ার আঁধার গলি পেরিয়ে আলোয় ভেসে উঠেছে এক বিস্ময়বালক—নাম তার লামিন ইয়ামাল। বয়স মাত্র সতেরো, অথচ পায়ে যেন জাদু, চোখে স্বপ্ন, আর হৃদয়ে কোটি ভালোবাসা। এই ক্ষুদে যাদুকরের নৈপুণ্যে মুগ্ধ গোটা ফুটবলবিশ্ব, মুগ্ধ এমনকি ফুটবল-ঈশ্বর লিওনেল মেসিও।

সম্প্রতি ‘সিমপ্লেমেন্তে ফুটবল’ নামের এক স্প্যানিশ অনুষ্ঠানে কথার ঝরনায় ভিজিয়ে দেন মেসি। কিশোর ইয়ামালের প্রশংসায় বলেন, "ও ইতোমধ্যেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।"

মেসির চোখে নিজেরই প্রতিচ্ছবি যেন ইয়ামাল। বললেন, “আমি যেমন শিখতে শিখতে বড় হয়েছি, ও-ও সেই পথেই হাঁটছে। ডান প্রান্ত থেকে শুরু, তারপর অভিজ্ঞতায় পাকা—আমার শুরু যেমন ছিল, ওরটাও তেমনই লাগছে।”

ইউরো জয়ের রুপকথা, সর্বকনিষ্ঠ গোলদাতা ও খেলোয়াড়ের খেতাব, টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্ম—সবই মাত্র ১৬-তেই জয় করেছেন ইয়ামাল। পেয়েছেন স্বর্ণশিশুর মুকুট ‘গোল্ডেন বয়’।

মেসির কণ্ঠে তখন গর্বের সুর—“ওর খেলায় এক অদ্ভুত যাদু আছে... সময় আছে সামনে, শিখবে আরও, গড়বে নতুন ইতিহাস। ইতিমধ্যেই ও বিশ্বসেরাদের তালিকায়।”

এদিকে বার্সা ছুটছে সোনালি স্বপ্নের পানে—লা লিগায় এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে, সামনে কোপা দেল রে’র এল ক্লাসিকো ফাইনাল, আর চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের সাথে হাইভোল্টেজ সেমিফাইনাল।

এই কিশোর যদি ১৮-এর আগে ট্রেবল জিতে ফেলে, তবে নিঃসন্দেহে বলা যাবে—ইতিহাসের শ্রেষ্ঠ সূচনার এক নাম লামিন ইয়ামাল।

আসিফ

×