ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

২০২৬ বিশ্বকাপে মেসি কি খেলবেন? যা জানা গেল

প্রকাশিত: ১৮:০৪, ১৮ এপ্রিল ২০২৫

২০২৬ বিশ্বকাপে মেসি কি খেলবেন? যা জানা গেল

ছবি সংগৃহীত

২০২২ সালে কাতারে স্বপ্নের বিশ্বকাপ হাতে তোলার পর লিওনেল মেসি জানিয়েছিলেন, সেটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। কিন্তু সময়ের সঙ্গে সেই ভাবনায় এসেছে পরিবর্তন। আর্জেন্টাইন মহাতারকা এখন আর ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। বরং বিষয়টি নিয়ে ভাবছেন এবং ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়ার কথাই বলছেন তিনি।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘অবশ্যই আমি বিশ্বকাপ আর সেখানে থাকা নিয়ে ভাবছি। তবে আমি প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি। সেখানে (২০২৬ বিশ্বকাপে) আমি থাকতে পারব কি না,এ নিয়ে নিজের সঙ্গে সৎ থাকতে হবে আমাকে।’

সম্প্রতি মেসির ইন্টার মায়ামি সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজও জানিয়েছেন, মেসি অবসরের চিন্তা করছেন না এবং ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা রয়েছে তার।

সাক্ষাৎকারে মেসি ফিরে যান ২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতিতে। তিনি বলেন, "২০১৪ সালের ফাইনাল হার ছিল যন্ত্রণা। তবে আমি সৌভাগ্যবান যে ২০২২ সালে বিশ্বকাপ জিতেছি। এটা আমার কাছে অমূল্য।" তিনি আরও যোগ করেন, "ক্যারিয়ারে আমি প্রায় সবকিছুই জিতেছি। তাই বিশ্বকাপের পর আমার আর কিছু চাওয়ার নেই।"

পিএসজি ছাড়ার পর বার্সেলোনায় ফেরার ইচ্ছা থাকলেও সেটি বাস্তবায়ন না হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন। সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ পারিবারিক। ইউরোপের অন্য কোনো ক্লাবে খেলার আগ্রহ ছিল না তার।

আশিক

×