ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিরোপা স্বপ্নে বড় ধাক্কা মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৫৩, ১৭ এপ্রিল ২০২৫

শিরোপা স্বপ্নে বড় ধাক্কা মোহামেডানের

.

লিস্ট ‘এ’ আসরে এখনও শিরোপা অধরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রাথমিক রাউন্ড শেষে শীর্ষে থেকে অবশ্য শিরোপার অন্যতম দাবিদার হয়ে ওঠে দলটি। কিন্তু সুপার লিগের শুরুতেই হোঁচট খেয়েছে তারা। বৃহস্পতিবার শুরু হওয়া সুপার লিগের ৩ ম্যাচেই ছিল বৃষ্টির বাগড়া এবং ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে হয়েছে ফলাফল। মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে ৯ উইকেটে হেরেছে মোহামেডান। টেস্ট দলের ক্যাম্পের জন্য ৪ জন ও নিষেধাজ্ঞার কারণে তাওহিদ হৃদয় নেই। তাই যেন এমন বিপর্যয় তাদের। এই হারে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন টেবিলের দুইয়ে নেমেছে মোহামেডান। সেই সুযোগে বিকেএসপিতে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে আবার এককভাবে শীর্ষে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। চলতি লিগের প্রথম ম্যাচেই অগ্রণীর কাছে হেরে যাওয়ার প্রতিশোধ নিয়েছে এদিন আবাহনী। বিকেএসপির আরেক মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ৩ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ১৭ পয়েন্ট নিয়ে এখন তিনে অবস্থান গুলশানের।
চলতি আসরে প্রথমবার খেলতে নেমে চমক দেখিয়েই যাচ্ছে গুলশান। সুপার লিগও শুরু করেছে জয় দিয়ে। বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ২৩.৩ ওভারে ৩ উইকেটে ১১০ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। সাদিকুর রহমান ৫৬ বলে ৪ চারে ৩৬ রানে আউট হলেও শামসুর রহমান ৫২ বলে ১ চারে ৩২ রানে অপরাজিত ছিলেন। এরপর খেলা শুরু হলে গুলশানকে ২২ ওভারে ১৬২ রানের টার্গেট দেওয়া হয়। ২১.৪ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তুলে জয় পায় তারা। ৫৬ রানের উদ্বোধনী জুটি ও ৩৫ রানের দ্বিতীয় জুটির পর টানা উইকেট পতনে হারের শঙ্কায় পড়ে তারা। গুলশানের হয়ে অভিজ্ঞ নাঈম ইসলাম মাত্র ৩৩ বলে ৬ চার, ২ ছক্কায় ৫৬ রানের হার না মানা ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। ওপেনিংয়ে নামা মেহেদি হাসান ২৪ বলে ১ চার, ৫ ছক্কায় ৪৩ রান করেন। শেখ পারভেজ জীবন ৩ উইকেট নেন। আর বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ২৪.৪ ওভারে ৩ উইকেটে ১০৯ রান তোলে। অধিনায়ক ইমরুল কায়েস ৫২ বলে ৫ চার, ১ ছয়ে ৪৮ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে আবার শুরু হলে আবাহনী ২২ ওভারে ১৫৭ রানের টার্গেট পায়। ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া আবাহনীকে পথ দেখান জিশান আলম ২৭ বলে ৩ চার, ৪ ছক্কায় ৪৬ ও এসএম মেহেরাব ২৫ বলে ১ চার, ২ ছক্কায় ৩০ রান করে। এছাড়া শামসুল ইসলাম ১৮ বলে ৪ চারে ২৫ ও মাহফুজুর রহমান রাব্বি ১২ বলে ২ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন। ফলে ১৯.২ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তুলে জয় ছিনিয়ে নেয় আবাহনী। রবিউল হক ও তাইবুর রহমান ২টি করে উইকেট নেন।
লিগ পর্বে মোহামেডান শুরুটা তেমন স্বাচ্ছন্দ্যে না করতে পারলেও ক্রমেই দুর্বার হয়ে ওঠে। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ৯ বছর পর লিগে হারিয়ে শীর্ষস্থান দখল করে। তবে নানা কারণে তারকা ৫ ক্রিকেটারকে ছাড়াই বৃহস্পতিবার নতুন নেতৃত্বে সুপার লিগের প্রথম ম্যাচে নেমে বিপর্যস্ত হয় দলটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রনি তালুকদারের অধিনায়কত্বে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১০০ রানেই ৭ উইকেট হারায় তারা। ব্যর্থতার ভিড়ে ওপেনার আনিসুল ইসলাম ইমন ৩৪ বলে ৭ চারে ৩৫ রান করতে পেরেছিলেন। ২৯.৪ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করার পর বৃষ্টির কারণে আর ব্যাটিংয়ে নামতে পারেনি মোহামেডান। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ৩টি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩ ওভারে ৯ রানে ২টি উইকেট নেন। পরে ২২ ওভারে মাত্র ৯৩ রানের টার্গেট লিজেন্ডস অব রূপগঞ্জ ১৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে টপকে যায়। তানজিদ হাসান তামিম শূন্য রানে ফিরলেও সাইফ হাসান ৪৪ বলে ৬ চার, ৩ ছয়ে ৫৫ ও সৌম্য সরকার ৩৩ বলে ৪ চারে ৩৬ রানে অপরাজিত থাকেন। ১ উইকেটে ৯৪ রান তুলে বিশাল জয় পায় লিজেন্ডস। ১৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচে।

প্যানেল

×