
ছবি: সংগৃহীত।
ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই জমজমাট অবস্থানে পৌঁছেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে এখন যৌথভাবে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। তবে শিরোপা দৌড়ে নাম লেখানো মোহামেডান এবার নেতৃত্বে নতুন এক নজির গড়েছে—একই লিগে তিন অধিনায়ক!
শুরুতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু তার অসুস্থতায় দায়িত্ব তুলে দেওয়া হয় তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের হাতে। তবে সুপার লিগের প্রথম দুই ম্যাচে সাসপেনশন থাকায় তাকেও পাচ্ছে না দল। ফলে এবার অধিনায়কত্বের ভার পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।
ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক লিগে তিন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলার ঘটনা এই প্রথম। এখন দেখার বিষয়—এই নেতৃত্ব রদবদলের পরও মোহামেডান কি শেষ পর্যন্ত ট্রফি হাতে তুলে নিতে পারে?
সায়মা ইসলাম