
ইয়ানিক সিনার ও সেরেনা উইলিয়ামস
ডোপিং টেস্টে পজিটিভ হয়ে গত মার্চে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পুরুষ এককে বর্তমান বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইয়ানিক সিনার। তবে নিষেধাজ্ঞার প্রায় শেষের দিকে থাকা ইতালিয়ান তারকা এখন কোর্টে ফেরার জন্য প্রস্তুত করছেন নিজেকে।
তবে এই সময়ে ইয়ানিক সিনারের ডোপ বিতর্কে নতুন করে ঘি ঢাললেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। সিনার ডোপ টেস্টে পজিটিভ হয়েও কেন মাত্র তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ২৩ গ্র্যান্ড স্লামের মালিক। যা কোনভাবেই মানতে পারছেন না সাবেক এই টেনিস তারকা।
এ নিয়ে কথা বলতে গিয়ে ৪৩ বছর বয়সী সেরেনা যা বললেন, তাতে টেনিসে বর্ণবাদের উপস্থিতির প্রচ্ছন্ন প্রমাণও বলা যেতে পারে।
এ প্রসঙ্গে সেরেনা উইলিয়ামস বলেন, ‘আমি যদি ডোপ টেস্টে পজিটিভ হতাম, তবে হয়তো ২০ বছরের জন্য নিষিদ্ধ হতাম। শুধু তাই নয়? হয়তো আমার জেতা সব গ্র্যান্ডস্লাম ট্রফিও কেড়ে নেওয়া হতো।’ তবে সিনার এবং তার খেলা পছন্দ করেন বলেও জানিয়েছেন সেরেনা।
যুক্তরাষ্ট্রের বহুল পঠিত টাইম ম্যাগাজিন প্রতি বছরের মতো ২০২৫ সালের জন্যও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিকে বেছে নিয়েছে। যেখানে অ্যাথলেটদের মধ্যে ঠাঁই পেয়েছেন অন্তঃসত্ত্বা অবস্থায় ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে গোটা টেনিস দুনিয়াকে চমকে দেওয়া সেরেনা উইলিয়ামসও। আর টাইম ম্যাগাজিনের সঙ্গে কথা বলতে গিয়েই সিনারের প্রসঙ্গে সেরেনা বলেন, ‘আমি ছেলেটাকে পছন্দ করি, এই খেলাটাকেও। সে দুর্দান্ত খেলে। আমি কারও পতন দেখতে চাই না। ছেলেদের টেনিসে তাকে দরকার।’
মাত্র ২৩ বছর বয়সেই তিনটি গ্র্যান্ডস্লাম জেতা ইয়ানিক সিনার ২০২৪ সালে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন। তবে শাস্তিটা পান চলতি মৌসুমের গত মার্চে। সিনার অবশ্য দাবি করেছিলেন, ফিজিওর অসাবধানতায় তাঁর শরীরে প্রবেশ করেছে এই নিষিদ্ধ শক্তিবর্ধক। আগামী ৪ঠা মে সিনারের নিষেধাজ্ঞা উঠে গেলে ইতালিয়ান ওপেন দিয়ে কোর্টে ফিরবেন সিনার।
মোস্তফা/আশিক