
ছবি সংগৃহীত
ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পর বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। ম্যাচে নামার পাঁচ দিনের মাথায় আবারও পুরনো চোটে আক্রান্ত হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন এই ফরোয়ার্ড।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল), সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে শততম ম্যাচ খেলতে নামেন নেইমার। শুরুর একাদশেই ছিলেন তিনি। প্রথম ২৭ মিনিটেই সান্তোস দুই গোল খেয়ে বসে। কিন্তু এরপরই আসে দুঃসংবাদ।
নেইমার হঠাৎ বেঞ্চের দিকে ইঙ্গিত দেন বদলির জন্য। কিছুক্ষণ পর মাটিতে বসে পড়েন, চোট যেন আরও একবার তাকে কাবু করে ফেলে। শেষ পর্যন্ত কার্টে করে মাঠ ছাড়েন তিনি, নিজে হেঁটে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। সেই সময় চোখে জল আর মুখে হতাশা—সব মিলিয়ে হৃদয়বিদারক এক দৃশ্য।
তার এই অবস্থায় সান্তোস ও প্রতিপক্ষ আতলেতিকো মিনেইরোর খেলোয়াড়রা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন। কিন্তু পুরনো ইনজুরির এভাবে ফিরে আসা যেন মানতেই পারছিলেন না ৩৩ বছর বয়সী এই তারকা।
এর আগে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে বাঁ উরুর চোটে পড়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই একই চোটের কারণেই ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারেননি তিনি। বহুদিন পর গত রোববার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে ফেরেন।
২০১৬-১৭ মৌসুমের পর থেকে আর কখনোই এক মৌসুমে ৩৫টি ম্যাচ খেলতে পারেননি নেইমার। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবর মাসে।
চোটের কারণে নেইমারের ক্যারিয়ার যেন বারবার থেমে যাচ্ছে। এবারের চোট কতটা গুরুতর এবং তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এসএফ