ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হেরেও সেমিতে বার্সেলোনা-পিএসজি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫৮, ১৬ এপ্রিল ২০২৫

হেরেও সেমিতে বার্সেলোনা-পিএসজি

.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ব্যবধানে হেরে ধাক্কা খায় অ্যাস্টন ভিলা এবং বরুসিয়া ডর্টমুন্ড। যে কারণে মঙ্গলবার দ্বিতীয় লেগে জিতেও বিদায় ঘণ্টা বেজে গেছে এই দুই দলের। অন্যদিকে প্রথম লেগে এগিয়ে থাকায় দ্বিতীয় লেগে হেরেও ইউরোপ সেরার এই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই এবং বার্সেলোনা। দ্বিতীয় লেগে এদিন অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে হারলেও সমষ্টিগতভাবে ৫-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট কাটে পিএসজি। দিনের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে ৬ বছর পর শেষ চারের টিকিট নিশ্চিত করে বার্সেলোনা। 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে এবার শুরু থেকেই দুর্দান্ত খেলে বার্সেলোনা। পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা কোয়ার্টার ফাইনালের প্রথম  লেগেও ধরে রাখে হ্যান্সি ফ্লিকের দল। নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে সেই ম্যাচে ইয়ামাল-লেভানডোস্কিরা এতটাই দাপট দেখায় যে, শেষ পর্যন্ত ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বরুসিয়া ডর্টমুন্ডকে। কার্যত সেই ম্যাচের পরই সেমির টিকিট নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা। কিন্তু তারপরও দলটা যেহেতু জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড তাই হাল ছাড়েনি তার সমর্থকরা।  উপরন্তু দ্বিতীয় লেগের ম্যাচটা ছিল ডর্টমুন্ডেরই মাঠে। ম্যাচ শেষের আগে তাই সর্বোচ্চ লড়াই করার প্রত্যয় নিয়েই মাঠে নামে ডর্টমুন্ডের খেলোয়াড়রা।
এমন সমীকরণের ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক দল। ম্যাচের ১১ মিনিটেই গোলকিপার ভয়েচেক সেজনির ফাউলের কারণে পেনাল্টি পায় ডর্টমুন্ড। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন সেরহু গিরাসি। প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে আবারও বার্সার জালে বল জড়ায় সেই গিরাসি। রামি বেনসেবাইনির হেড পাস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান তিনি। তবে ৫৩ মিনিটে ফারমিন লোপেজের বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে বার্সাকে যেন স্বস্তি এনে দেন প্রতিপক্ষের খেলোয়াড় রামি বেনসেবাইনি। এরপর ৭৬ মিনিটে ডর্টমুন্ডের হয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন সেই গিরাসি। সেই সঙ্গে এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১৩তম গোল করার রেকর্ড গড়লেন গিনির এই স্ট্রাইকার। কিন্তু ম্যাচের ফলাফল ৫-৩ করার পর স্বাগতিক ডর্টমুন্ডের গোল করার প্রচেষ্টা আরও বেড়ে যায়। ইউলিয়ান ব্রান্ডট এই সময়ে একবার বল বার্সার জালেও পাঠান। কিন্তু অফসাইডে তা বাতিল হয়। পরে আর গোল না হলে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতেও দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বরুসিয়া ডর্টমুন্ড। অন্যদিকে সব ধরনের প্রতিযোগিতায় টানা ২৪ ম্যাচ পর হারলেও হাসিমুখেই মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। কেননা, ২০১৯ সালের পর এবারই যে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে খেলবে স্প্যানিশ জায়ান্টরা। শেষ চারে তাদের প্রতিপক্ষ হয় বায়ার্ন মিউনিখ নয় ইন্টার মিলান। 
এদিকে বার্সেলোনার মতো পিএসজিও প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলে এগিয়ে ছিল অ্যাস্টন ভিলার বিপক্ষে। সেই ফর্ম দ্বিতীয় লেগের শুরুতেও ধরে রাখে লুইস এনরিকের দল। বিশেষ করে ২৭ মিনিটের মধ্যেই আশরাফ হাকিমি আর নুনো মেন্দেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর পিএসজিকে নিয়ে তো বাজি ধরতে পারে যে কেউ। কেননা দুই  লেগ মিলিয়ে যে ততক্ষণে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৫-১ ব্যবধানে এগিয়ে গেছে প্যারিস জায়ান্টরা। কিন্তু ফুটবল যে ক্ষণে ক্ষণে রং বদল করে মুহূর্তেই চিত্রনাট্য পাল্টে দিতে পারে এদিন তার ইঙ্গিত দেখা গেল আরও একবার। বিশেষ করে ৩৪ থেকে ৫৭ মিনিটের মধ্যে ৩ গোল করে লড়াই জমিয়ে তুলে স্বাগতিক অ্যাস্টন ভিলা। ৩৪ মিনিটে পিএসজির জালে প্রথম গোল করেন ইউরি টিয়েলেমানস। 

প্যানেল

×