
১৫তম ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) ইউল্যাব প্রাঙ্গণে এ আয়োজনে অংশ নিচ্ছে দেশের ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়।
আগামী ২ মে পর্যন্ত চলা এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহ হলো: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক জুড উইলিয়াম জেনিলো, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), মুহাম্মদ তৌফিক আজিজ, সিনিয়র ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী ম্যাচে উত্তরা বিশ্ববিদ্যালয়কে ১২৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত সূচনা করে ইউল্যাব।
সজিব