
দুই ম্যাচে ৬ উইকেট - উড়ছেন টাইগার লেগস্পিনার
৪-০-৩১-৩ ও ৪-০-২৬-৩। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক আসরে প্রথম দুই ম্যাচে রিশাদ হোসেনের বোলিং ফিগার। স্বপ্নের শুরু বুঝি একেই বলে।
প্রশংসায় ভাসছেন ২২ বছর বয়সী টাইগার লেগস্পিনার। লাহোর কালান্দার্সে তার অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বলছেন, "রিশাদ বাংলাদেশের ভবিষ্যতের তারকা।" আর পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরামের চোখে, "দারুণ এক লেগস্পিনার পেয়েছে বাংলাদেশ, যার লেগব্রেকটা দুর্দান্ত আর গুগলিটাও রপ্ত করেছে।"
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক ম্যাচে একে একে সাজঘরে ফিরিয়েছিলেন রাইলি রুশো, মোহাম্মদ আমির এবং আবরার আহমেদকে। আর পরের ম্যাচে তার শিকার করাচি কিংসের তিন ব্যাটার শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদি।
পিএসএলের চলতি আসরে ২ ম্যাচে আবরারের সমান ৬ উইকেট পেলেও গড় এবং ইকোনোমি দুটোতেই এগিয়ে থাকায় আসরে শীর্ষ শিকারীর প্রতীক ‘ফজল মাহমুদ ক্যাপ’ উঠেছে রিশাদের মাথায়। তার গড় ৯.৫০ ও ইকোনমি রেট ৭.১২। আবরারের ১২.৫০ ও ৯.৩৭।
ম্যাচসেরা না হলেও এদিন দারুণ বোলিংয়ের সুবাদে ‘সুপারপাওয়ার অব দ্য ডে’ পুরস্কারটাও নিজের করে নিয়েছেন রিশাদ। পেয়েছেন তিন লাখ রুপির চেক। বাংলাদেশের মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
মিরাজ/আবীর