ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

‘ডাবল টাচ’ ভুলের প্রতিদান! 

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৪, ১৫ এপ্রিল ২০২৫

‘ডাবল টাচ’ ভুলের প্রতিদান! 

অভিষেক মৌসুমে উড়ছেন আলভারেজ

গুরুত্বপূর্ন ম্যাচে সেদিন কি ভুলটাই না করে বসলেন হুলিয়ান আলভারেজ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার ডাবল টাচ পেনাল্টির জন্যেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদকে। এবার লা-লিগায় ভালদোদিদের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে জোড়া পেনাল্টিতে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিলেন আর্জেন্টাইন সেনসেশন।

মজার ব্যাপার হচ্ছে, প্রিয় শিষ্যের দ্বিতীয় পেনাল্টির সাফল্যের পর অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের  দুই হাত দিয়ে ডাবল টাচের ভঙ্গি!  
 
ম্যাচের ২৫ ও ৭১ মিনিটে জোড়া পেনাল্টি থেকে দুই গোল করেছেন ২৫ বছর বয়সি আর্জেন্টাইন ফরোয়ার্ড। অ্যাটলেটিকোর হয়ে অপর দুটি গোল করেন জুলিয়ান সিমিওনে ও আলেকজান্দার সরলথের। 

অ্যাটলেটিকোর জার্সিতে নিজের অভিষেক মৌসুমে এই আর্জেন্টাইনের গোল সংখ্যা হলো ২৫টি, যা এই শতাব্দীতে ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেছেন ফরাসি গ্রেট অ্যান্তনিও গ্রিজম্যানের ২৪ গোলের কীর্তি। অভিষেক মৌসুমে ৩৬ গোল করে আলভারেজের সামনে কেবল সাবেক কলম্বিয়ান তারকা রাদামেল ফালকাও।

মিরাজ/শহীদ

×