ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

জ্যোতিতে উজ্জ্বল বাংলাদেশ

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ২২:৩৫, ১৫ এপ্রিল ২০২৫

জ্যোতিতে উজ্জ্বল বাংলাদেশ

.

অল্পের জন্য সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকিট পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই যেন বিশ্বকাপ বাছাইয়ে দুর্বার হয়ে উঠেছে বাংলাদেশের মেয়েরা। আর দুরন্ত এই মেয়েদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ঝলমলে নৈপুণ্যে উদ্ভাসিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ব্যাটে রানের ফোয়ারা ছুটছে এবং জ্যোতির জ¦লজ¦লে পারফর্ম্যান্সে উজ্জ্বল বাংলাদেশ দল করছে একের পর এক রেকর্ড। মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জ্যোতির ৫৯ বলে করা হার না মানা ৮৩ রানের ঝড়ো ইনিংসে স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে বাংলাদেশ ৫০ ওভারে তুলেছে ৬ উইকেটে ২৭৬ রান। এটি নারী ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। ওপেনার ফারজানা হক পিঙ্কি ও শারমিন আক্তার সুপ্তাও অর্ধশতক হাঁকিয়েছেন বলেই এমন রেকর্ড গড়েছে বাংলাদেশের মেয়েরা।
এবার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই থাইল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করে নিজেদের দলীয় রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই ম্যাচসহ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে টানা দুই জয় তুলে নেয়। মঙ্গলবার দিবরাত্রির ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ধীরস্থির শুরুতে ৩৫ রানের উদ্বোধনী জুটি হয়। ইশমা তানজিমের (১৪) বিদায়ের পর ফারজানা ও শারমিন দেখেশুনে খেলে উভয়ে অর্ধশতক হাঁকান এবং ১০৩ রানের জুটি গড়েন। শারমিন ৭৯ বলে ৭ চারে ৫৭ ও ফারজানা ৮৪ বলে ৬ চারে ৫৭ রানে সামান্য সময়ের ব্যবধানে বিদায় নেন। তবে ভালো সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান তারা। ততক্ষণে জ্যোতি ক্রিজে এসে ঝড় তুলেছেন। শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান নারী ‘এ’ দলের বিপক্ষে ৭০ রান করেন জ্যোতি। পরে চলতি বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে তিনি দেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে ৮০ বলে ১০১ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৮ বলে ৫১ রানের জ¦লজ¦লে ইনিংস খেলেন। অবশ্য থাইল্যান্ডের বিপক্ষেও রান পেয়েছেন ফারজানা, করেন ৫৩ এবং শারমনি অপরাজিত থাকেন ৯৪ রানে। 
জ্যোতি প্রতিটি ম্যাচেই ছিলেন বিধ্বংসী মেজাজে। এদিন স্কটিশ মেয়েদের বিপক্ষেও তার ব্যাট বিধ্বংসী হয়ে উঠেছে। মাত্র ৩৯ বলে ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক পেয়ে যান তিনি। জ্যোতিকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউ। কিন্তু একাই একপ্রান্ত আগলে স্কট বোলারদের নাজেহাল করেছেন জ্যোতি। পঞ্চম উইকেটে রিতু মনির (১২) সঙ্গে ৩২ বলে ৩০ এবং ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে মাত্র ৪৪ বলে ৬১ রানের ঝড়ো জুটি উপহার দেন জ্যোতি।

তার এমন ব্যাটিং তান্ডবে শেষ ১০ ওভারে হয়েছে ৮৪ রান এবং শেষ ৫ ওভারে এসেছে ৪৩। তাই দলীয় সংগ্রহের নতুন রেকর্ড হয়েছে। চলতি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দল তাই হয়ে উঠেছে জ্যোতিময়। তিনি ৫৯ বলে ১১ চারে ১৪০.৬৭ স্ট্রাইকরেটে ৮৩ রানে অপরাজিত থাকেন। ফাহিমা করেন ২২ বলে ২ চারে ২৬। ক্যাথরিন ব্রাইস ২ উইকেট নিতে পারলেও ৯ ওভারে দিয়েছেন ৫৩ রান।

প্যানেল

×