ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

রেকর্ডের বরপুত্র সালাহ...

জেড আলম জাহিদ

প্রকাশিত: ২২:১৯, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১৯, ১৫ এপ্রিল ২০২৫

রেকর্ডের বরপুত্র সালাহ...

.

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যুগেও হাতেগোনা যে কয়েকজন ফুটবলার তাদের জাত চিনিয়েছেন তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ সালাহ। ইংলিশ ক্লাব লিভারপুলের এ ফরোয়ার্ড গত এক যুগেরও বেশি সময় ধরে ক্লাব ও মিসর জাতীয় দলের হয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন। 
সদ্যই লিভারপুলের হয়ে নতুন চুক্তি করেছেন ৩২ বছর বয়সী সালাহ। নতুন চুক্তির পর প্রথমবার মাঠে নেমেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। এখন সালাহার সামনে হাতছানি এখন আরেকটি রেকর্ডের। ৩৮ ম্যাচের ইংলিশ প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) থাকার রেকর্ড আগেই স্পর্শ করেছিলেন সালাহ। থিয়েরি অঁরি ও আর্লিং হালান্ডকে পেছনে ফেলে রেকর্ডটি এখন শুধুই মিসরীয় ফরোয়ার্ডের। অ্যানফিল্ডে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে লিভারপুলের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে লুইস দিয়াজের গোলে অবদান রেখে এককভাবে চূড়ায় ওঠেন সালাহ। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ৪৫ গোলে অবদান রেখেছেন তিনি (২৭ গোল, ১৮ অ্যাসিস্ট)। ২০০২-০৩ মৌসুমে ৪৪ গোলে অবদান রেখে রেকর্ডটি গড়েছিলেন ফরাসি তারকা অঁরি। ২০২২-২৩ মৌসুমে তার পাশে বসেন ম্যানচেস্টার সিটির তারকা হালান্ড।
৪২ ম্যাচের আসরে সর্বোচ্চ ৪৭টি করে গোলে অবদান রেখেছিলেন দুই গ্রেট অ্যান্ড্রু কোল ও অ্যালেন শিয়েরার। ১৯৯৩-৯৪ মৌসুমে কোল ও পরের মৌসুমে শিয়েরার এই অর্জনে নাম লেখান। চলতি মৌসুমে লিগে লিভারপুলের ম্যাচ বাকি আরও ছয়টি। যেমন ছন্দে আছেন সালাহ তাতে কোল ও শিয়েরারের যৌথ রেকর্ড ভেঙে দেওয়া তার জন্য কেবল সময়ের ব্যাপার। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে তারা। পরের রাউন্ডে জিতলে শিরোপা নিশ্চিত হয়ে যেতে দ্য রেডসদের। দিন কয়েক আগে অনেক আলোচনা আর জল্পনা-কল্পনার পর সালাহর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তার সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছে লিভারপুল। লিভারপুলের সঙ্গে সালাহর পূর্বের চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুম পর্যন্ত। ফলে আসছে গ্রীষ্মে তার ঠিকানা বদলের সমূহ সম্ভাবনা জেগেছিল। চুক্তির শেষ মৌসুমের শেষভাগে এসেও ক্লাবের পক্ষ থেকে কোনো প্রস্তাব না পাওয়ায় গত বছরের শেষদিকে এবং এই বছরের শুরুর দিকে প্রকাশ্যে অসন্তোষও প্রকাশ করেছিলেন সালাহ। সৌদি আরবের কোনো ক্লাবে তার চলে যাওয়ার গুঞ্জনও ক্রমেই বাড়ছিল। তবে নতুন চুক্তির ফলে সেসব গুঞ্জন নিভে গেছে। 
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে অ্যানফিল্ডে পাড়ি দেওয়ার পর, অল্প সময়ে লিভারপুলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা সালাহ এখানে দারুণ সব সাফল্য পেয়েছেন। ক্লাবটির তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়, ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরাসহ অনেক সাফল্যে তিনি বড় অবদান রেখেছেন। এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯৪ ম্যাচ খেলে ২৪৩ গোল করার পাশাপাশি ১১০টি অ্যাসিস্ট করেছেন সালাহ। তার সামনে এখন সুযোগ এই অধ্যায়কে আরও সমৃদ্ধ করে তোলার। চুক্তি সেরে ৩২ বছর বয়সী ফরোয়ার্ডও দিলেন লিভারপুলকে আরও ট্রফি জেতানোর প্রতিশ্রুতি। 
সালাহ বলেন, অবশ্যই আমি খুবই রোমাঞ্চিত। এখন আমাদের দারুণ একটা দল আছে। আগেও আমাদের দলটা দারুণ ছিল। আমি মনে করি, আমাদের সামনে আরও ট্রফি জয়ের সম্ভাবনা আছে। এখানে আমি আমার ফুটবল উপভোগ করতে পারব, এজন্যই আমি নতুন চুক্তি করেছি। এখানে আমি আটটি বছর খেলেছি। 

প্যানেল

×