ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে জিম্বাবুয়ে ক্রিকেট দল

টাইগারদের টেক্কা দিতে চায় জিম্বাবুয়ে

প্রকাশিত: ২১:৫৪, ১৫ এপ্রিল ২০২৫

টাইগারদের টেক্কা দিতে চায় জিম্বাবুয়ে

বিমানবন্দরে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ছবি : বিসিবি

দীর্ঘ ৫ বছর পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দু'টি টেস্ট খেলবে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রবিবার শুরু হবে প্রথম টেস্ট।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রাতে ঢাকা অবস্থান করবে সফরকারীরা। এরপর বুধবার সকালের ফ্লাইটে প্রথম টেস্টের শহর সিলেটে যাবে তারা। প্রায় পাঁচ বছর পর বাংলাদেশের মাঠে সাদা পোশাকের ক্রিকেট খেলবে জিম্বাবুয়ে। সবশেষ ২০২০ সালে টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল তারা। একমাত্র ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল ক্রেইগ আরভাইনের নেতৃত্বাধীন দল। গত বছর অবশ্য বাংলাদেশে টি২০ খেলে গেছে জিম্বাবুয়ে। এবারের টেস্ট সিরিজটিও গত বছরই হওয়ার কথা ছিল। টি২০ বিশ্বকাপ সামনে থাকায় টেস্ট বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি২০সিরিজ খেলেছিল দুই দল।

দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম চলে যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে (আগের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম) ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল। সফরে টাইগারদের বিরুদ্ধে সমানতালে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে জিম্বাবুয়ে। 

 

জাহিদ জয় /রাজু

×