
ছবি: সংগৃহীত
২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ভারত সফরে গিয়ে প্রথমবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ দল। গত বছর অক্টোবর-নভেম্বরে গিয়ে খেলে আরেকটি টি২০ সিরিজ। দু’বারই ৩ ম্যাচের টি২০ সিরিজ হয়েছে। তবে বাংলাদেশ সফরে কখনও টি২০ সিরিজ খেলেনি ভারতীয় দল।
অবশেষে আগামী আগস্টে বাংলাদেশ সফরে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার ৩ ম্যাচের দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলবে ভারত। আগামী ১৩ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এই সফরের ৩ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচের সিরিজের সূচি ঘোষণা করেছে।
শক্তিশালী ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৭ বার টি২০ ফরম্যাটে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে মাত্র দু’টি। সে দুটি সিরিজই হয়েছে ভারতের মাটিতে। এবারই প্রথম বাংলাদেশ সফরে টি২০ সিরিজ খেলবে ভারত। আগামী ১৩ আগস্ট বাংলাদেশ সফরে আসবে ভারতীয় দল। এই সফরে ৩ ম্যাচের টি২০ সিরিজ ছাড়াও তারা খেলবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও।
বিসিবি ঘোষিত সূচি অনুসারে দুই দলের মধ্যে ১৭, ২০ ও ২৩ আগস্ট ওয়ানডে সিরিজ এবং ২৬, ২৯ ও ৩১ আগস্ট টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে ও শেষ দুই টি২০ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি একটি করে ওয়ানডে ও টি২০ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মাত্র কিছুদিন আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি মাসের ২৮ তারিখ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। তখন নতুন নামে যাত্রা শুরু হবে সাগরিকার এই স্টেডিয়ামের। আর ভারতের বিপক্ষে প্রথম এই নতুন নামে ওয়ানডে ও টি২০ ক্রিকেটেও যাত্রা শুরু হবে স্টেডিয়ামটির।
গত ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে আসে ভারতীয় দল। সেই সফরে তারা ২ টেস্ট ও ৩ ওয়ানডের সিরিজ খেলে। এরপর গত বছর অক্টোবরে ভারত সফরে গিয়ে বাংলাদেশ খেলেছে ২ টেস্ট ও ৩ টি২০ ম্যাচের সিরিজ। দেশের মাটিতে আড়াই বছর পর আবার ভারতের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে এবার বাংলাদেশ দল।
মামুন/শহীদ