ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

এবার সতীর্থকেই কামড় বসালেন সুয়ারেজ!

প্রকাশিত: ১৬:৩৬, ১৫ এপ্রিল ২০২৫

এবার সতীর্থকেই কামড় বসালেন সুয়ারেজ!

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে লুইস সুয়ারেজের কামড় দেওয়া নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। একাধিক কামড়ের ঘটনাও আছে। তবে গত বৃহস্পতিবার কনকাফাক চ্যাম্পিয়নস কাপের ম্যাচে তিনি সতীর্থের হাতই কামড়ে দিয়েছেন। ম্যাচের একটি ভিডিও প্রকাশ করে এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’।

লিওনেল মেসির জোড়া গোলে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। ম্যাচের এক পর্যায়ে লস অ্যাঞ্জেলসের মারলন সান্তোসকে বাজে ট্যাকেলের পর দুই দলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। কিছুটা হাতাহাতিও হয়। সেই সময় প্রতিপক্ষের হাত মনে করে সতীর্থ জর্দি আলবার হাতেই মৃদু কামড় বসিয়ে দেন সুয়ারেজ! পরে ঘটনা অবশ্য বেশিদূর এগোয়নি।

এর আগে ২০১০ সালে আয়াক্সে খেলার সময় উসমান বাক্কালকে কামড়ে দেন লুইস সুয়ারেজ। সেই ঘটনায় তিনি সাত ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। এরপর ২০১৩ সালে লিভারপুলে খেলার সময় চেলসির ব্রানিসলাভ ইভানোভিককে কামড়ে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে তিনি ইতালির জর্জিও চিয়েলিনিকে কামড়ে দিয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ হন।

শিহাব

×