ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ক্ষমা চেয়েছেন এমবাপ্পে, তবুও শাস্তি অনিবার্য

প্রকাশিত: ২০:০৮, ১৪ এপ্রিল ২০২৫

ক্ষমা চেয়েছেন এমবাপ্পে, তবুও শাস্তি অনিবার্য

ছবি সংগৃহীত

রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমে আলো ছড়ানোর পাশাপাশি এবার বিতর্কেও জড়ালেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আলাভেসের বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মেজাজ হারিয়ে মারাত্মক ফাউল করে বসেন এই ফরোয়ার্ড। যার জেরে প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর দেখে রেফারি সিদ্ধান্ত বদলে তাকে সরাসরি লাল কার্ড দেখান।

ঘটনাটি ঘটে ম্যাচের ৩৮তম মিনিটে। এর আগেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ১-০ গোলে, এদুয়ার্দো কামাভিঙ্গার করা গোলে। এরপরই মাঝমাঠে আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্ল্যাঙ্কোকে কড়া ট্যাকলে ফাউল করেন এমবাপ্পে। শুরুতে বিষয়টিকে ততটা গুরুতর না ভাবলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিপ্লেতে দৃশ্য দেখে সিদ্ধান্ত পাল্টান মাঠের রেফারি—এবং সরাসরি লাল কার্ড দেখান এমবাপ্পেকে।

ম্যাচে নিষিদ্ধ হওয়ায় রিয়ালের ডাগআউটে ছিলেন না প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তাঁর পরিবর্তে দায়িত্ব পালন করেন ছেলে ডেভিড আনচেলত্তি। ম্যাচ শেষে ডেভিড বলেন,

“এমবাপ্পে কখনোই সহিংস খেলোয়াড় নয়। সে বুঝেছে যে সে ভুল করেছে এবং ম্যাচ শেষেই ক্ষমা চেয়েছে।”

তবে লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে তেমন আপত্তি তোলেননি তিনি,

“হ্যাঁ, এটা লাল কার্ডেরই মতো একটি ফাউল ছিল। আমরা সেটা মেনে নিচ্ছি। সম্ভবত ম্যাচের শুরু থেকেই তার ওপর বেশ কিছু ছোট ছোট ফাউল হয়েছিল, যেটা হয়তো তাকে বিরক্ত করেছিল। কিন্তু তবু এমন প্রতিক্রিয়া কাম্য নয়।”

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ম্যাচ শেষে এমবাপ্পে নিজেই গিয়ে আন্তোনিও ব্ল্যাঙ্কোর কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চাইলেও নিয়ম অনুযায়ী শাস্তি এড়ানোর কোনো সুযোগ নেই। এখন অপেক্ষা—লা লিগা কত ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করে।

এদিকে আলাভেসের বিপক্ষে এই জয়েও রিয়ালের পথ খুব একটা মসৃণ নয়। ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এখনো লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এমবাপ্পের অনুপস্থিতি রিয়ালের শিরোপা লড়াইয়ে যে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।

 

এসএফ 

সম্পর্কিত বিষয়:

×