
ছবি: সংগৃহীত
নির্যাতিত গাজাবাসীদের পাশে দাঁড়াতে অভিনব এক উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতান। ইসরায়েলের অব্যাহত হামলায় চরম মানবিক সংকটে থাকা ফিলিস্তিনের বিশেষ করে শিশুদের সহায়তায় তারা মাঠে নেমেছে ব্যাট ও বল হাতে। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনি শিশুদের ফান্ডে ১ লাখ পাকিস্তানি রুপি অনুদান দেবে দলটি।
ইসরায়েলের অবরোধে গাজায় পোলিও টিকা না পাওয়ায় ইতোমধ্যে প্রায় ৬ লাখ ২ হাজার শিশু চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এমন বাস্তবতায় গাজাবাসীদের পাশে দাঁড়াতে চায় মুলতান সুলতান।
দলের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, "এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কা ও বোলারদের প্রতিটি উইকেটে ১ লাখ রুপি করে দেওয়া হবে ফিলিস্তিনি শিশুদের সহায়তায়।"
এ উদ্যোগে যোগ দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও। টসের সময় তিনি জানান, ছক্কা ও উইকেটের পাশাপাশি চারের জন্যও থাকবে অনুদান।
পিএসএলের প্রথম ম্যাচেই করাচি কিংসের বিপক্ষে ব্যাট করতে নেমে মুলতান ৮টি ছক্কা ও ৩ উইকেট সংগ্রহ করে। প্রথম ম্যাচ শেষে দলটির এক্স (সাবেক টুইটার) পেজ থেকে জানানো হয়, গাজার শিশুদের জন্য ১৫ লাখ রুপি অনুদান সংগ্রহ হয়েছে।
মুলতান সুলতান সামনে অন্তত আরও ৯টি ম্যাচ খেলবে। তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।
আসিফ