
ছবি: রিতু মনির দুর্দান্ত ব্যাটিংয়েই আয়ারল্যান্ডের মেয়েদের হারাতে পেরেছে বাংলাদেশ
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ২ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগে ব্যাট করে আয়ারল্যান্ডের মেয়েরা ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান তোলে। জবাবে ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু রিতু মনির ৬১ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ৮ উইকেটে ২৪০ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আইরিশ মেয়েরা। ৬ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৫০, চতুর্থ উইকেটে ৭২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় তারা। এ দুটি জুটির পেছনে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক গ্যাবি লুইস ৪৩ বলে ৪ চারে ২৪, অ্যামি হান্টার ৩৮ বলে ৪ চারে ৩৩ এবং ওরলা প্রেন্ডারগাস্ট ৬৪ বলে ৩ চারে ৪১ ও লরা ডেলানি ৭৫ বলে ৬ চারে ৬৩ রান করে।
আবার শেষদিকে আরলিন কেলি ১৭ বলে ৩ চারে অপরাজিত ২৪ রান করেছেন। বাংলাদেশের লেগস্পিনার রাবেয়া খান ১০ ওভারে ৩৯ রানে ৩টি ও ফাহিমা খাতুন ৮ ওভারে ৫০ রানে ২টি উইকেট নেন।
জবাব দিতে নেমে প্রথম থেকেই রান তুলতে হিমশিম খেতে থাকা বাংলাদেশ পঞ্চম ওভারে দলীয় মাত্র ২ রানে ২ উইকেট হারায়। তৃতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫২ রানের জুটি গড়ে বিপদ সামলেছেন।
শারমিন ৪৫ বলে ২ চারে ২৪ রানে আউট হওয়ার পরই সোবহানা মোস্তারি বিদায় নেন ৭ রানে। রানের গতিও কম ছিল। তবে জ্যোতি কিছুটা দ্রুতগতিতে ব্যাট চালিয়ে অর্ধশতক হাঁকান। তবে ৬৮ বলে ৭ চারে ৫১ রানে তিনিও বিদায় নিলে ৯৪ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।
পরাজয়ের শঙ্কার মুখে ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটি গড়েন রিতু ও ফাহিমা। তবে ফাহিমা ৩৮ বলে ২ চারে ২৮ রানে বিদায় নিলে বিপদ বাড়ে বাংলাদেশের। লড়াই চালিয়ে যান রিতু। সপ্তম উইকেটে জান্নাতুল ফেরদৌস সুমনার সঙ্গে ৪০ রান যোগ করেন। সুমনা ২৩ বলে ৩ চারে ১৯ রানে সাজঘরে ফেরেন। রাবেয়াও ১৪ বলে ৫ রানে বিদায় নেন।
তখনও জয় থেকে ৫০ রান দূরে বাংলাদেশ, হাতে মাত্র ২ উইকেট ও ৪১ বল। তবে রিতু ৫৬ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন। তিনি নাহিদা আক্তারের সঙ্গে নবম উইকেটে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়েন মাত্র ৩৩ বলে। এটি নবম উইকেটে নারী ওয়ানডেতে বাংলাদেশের জুটির রেকর্ড। এর আগে ৩৭ রানের জুটি ছিল সবম উইকেটে পান্না ঘোষ ও জাহানারা আলমের।
রিতু মনির এমন দুর্দান্ত ব্যাটিং আর নবম উইকেটের রেকর্ড জুটি পরাজয়ের শঙ্কা কাটিয়ে জয় এনে দেয় বাংলাদেশের মেয়েদের। ৮ বল বাকি থাকতেই ২ উইকেটের জয় পায় বাংলাদেশ। রিতু ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে ৬১ বলে ৬ চার, ১ ছয়ে ৬৭ ও নাহিদা ১৭ বলে ২ চারে ১৮ রানে অপরাজিত থাকেন। প্রেন্ডারগাস্ট ও আরলিন ২টি করে উইকেট নেন।
আসিফ