
..
বুড়ো হাড়ে ভেল্কি বুঝি একেই বলে। প্রায় ৪১ ছুঁইছুঁই বয়সেও মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যখনই গোলের দরকার তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে পর্তুগিজ সুপারস্টারের জাদুকরি নৈপুণ্যে আল নাসর পেয়েছে অবিশ্বাস্য এক জয়। আল নাসর পিছিয়ে থাকুক বা এগিয়ে, রোনাল্ডো ছুটে চলেছেন নিজের গতিতে। আল আওয়াল পার্কে আল রিয়াদের বিপক্ষে এদিন প্রথমার্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলের দারুণ এক জয় পেয়েছে আল নাসর। দর্শনীয় ভলিতে নান্দনিক একটিসহ দুটি গোলই করেছেন সিআর সেভেন।
এ নিয়ে টানা দুই ম্যাচে দুটি করে গোল করলেন রোনাল্ডো। গত সপ্তাহে তার নৈপুণ্যে আল হিলালের মাঠে ৩-১ গোলের জয় পায় আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে ফায়েজ সেলেমানির গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়াতে একেবারেই সময় নেয়নি তারা। স্বাগতিকদের দুটি গোলেই জড়িয়ে আরেক তারকা সাদিও মানের নাম। সেনেগালের এই ফরোয়ার্ডের ৫৬তম মিনিটে গোলমুখে বাড়ানো বল দারুণ এক টোকায় ফাঁকা জালে পাঠান রোনাল্ডো। আট মিনিট পর বাইলাইন থেকে মানের করা কাটব্যাক ক্লিয়ার করার চেষ্টা করেন রিয়াদের এক খেলোয়াড়; কিন্তু বলে চলে যায় বক্সের মুখে রোনাল্ডোর পায়ে। বুলেট গতির ভলিতে ঠিকানা খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। লিগে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন ৪০ বছর বয়সী মহাতারকা। এই দুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ ফরোয়ার্ডের গোল হলো ৭২টি। হাজার গোলের স্বপ্নের মাইলফলক ছোঁয়ার দিকেও তিনি এগিয়ে গেলেন আরও দুই ধাপ। তার ক্যারিয়ারে গোল সংখ্যা এখন ৯৩৩টি।
প্যানেল