
ছবি: সংগৃহীত
আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে ডিপিএলে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তাওহীদ হৃদয়। আচরণবিধি ভঙ্গের অভিযোগে ইবাদতকেও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষে হৃদয়ে যে কথা বলেছেন সেটা নিয়েও আছে প্রশ্ন। হৃদয় বলেন, "মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করি আমি স্বীকার করব। কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না তাহলে এটা হয় না।"
আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের ব্যাপারে বলেন, "সে অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার। আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে।"
সূত্র: https://www.youtube.com/watch?v=K-sQhIUV-Qo
আবীর