
ব্যতিক্রম উদযাপনে ভাইরাল লোকেশ রাহুল
আইপিএলে উড়ছেন লোকেশ রাহুল। উড়ছে তার দল দিল্লী ক্যাপিটালসও। চার ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নেওয়া ক্যাপিটালস আছে টেবিলের দ্বিতীয় স্থানে।
১৫, ৭৭ ও অপরাজিত ৯৩- তিন ম্যাচেই ৯২.৫০ গড়ে ১৮৫ রান করেছেন রাহুল। এম চিন্মস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ছক্কায় মেরে জয় নিশ্চিতের পর মাঠে একটি বৃত্ত এঁকে সেটির কেন্দ্রে জোরে ব্যাট দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকেন ৩২ বছর বয়সি সুদর্শন এ উইকেটরক্ষক-ব্যাটার। কিছুটা লাজুক স্বভাবের রাহুলের এ দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল।
ম্যাচের পরে রাহুল জানান, এটি তাঁর প্রিয় সিনেমা ‘কান্তারা’ ছবির একটি দৃশ্য। সেখানে থেকেই তিনি এমন সেলিব্রেশন তকরার অনুপ্রেরণা পেয়েছিলেন। বলেন, তিনি দর্শকদের বলতে চেয়েছেন, এটাই তাঁর মাঠ, এটাই তাঁর শিকড় এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা সম্পর্কে তাঁর চেয়ে বেশি কেউ জানে না।
বেঙ্গালুরুতে জন্ম নেওয়া রাহুল বলেন, ‘এই জায়গাটা (এম চিন্মাস্বামী) আমার জন্য খুব স্পেশাল। এই উদযাপনটা আমার প্রিয় সিনেমা ‘কান্তারা’ থেকে অনুপ্রাণিত। এটা শুধু একটা ছোট্ট মনে করিয়ে দেওয়া—এই মাঠ, এই ঘাস, এই ঘর আমার বেড়ে ওঠার জায়গা। এটা আমার জায়গা।’
এক আত্মবিশ্বাসী ও অর্থবহ অঙ্গভঙ্গি। ৬ উইকেটের জয়ের ম্যাচে চার নম্বরে নেমে ৫৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় রাহুলের অপরাজিত ৯৩ ইনিংসটি ছিল ধীরস্থির আগ্রাসন এবং চাপের মধ্যে শান্ত থাকার এক অসাধারণ উদাহরণ।
রাহুলের সেলিব্রেশন এতটাই প্রভাব ফেলে যে, খেলোয়াড়দের মধ্যেও তা নিয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়ার ও আরসিবি ব্যাটার টিম ডেভিডকে দেখা যায় দিল্লির ফ্যাফ ডু প্লেসির সঙ্গে রাহুলের উদযাপন অনুকরণ করতে। তাদের কথোপকথনে স্পষ্ট ছিল—রাহুলের আবেগঘন মুহূর্ত সীমানা পেরিয়ে অন্যদের মধ্যেও দাগ কেটেছে।
মিরাজ/নুসরাত