ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

৩০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি, পুমার সঙ্গে শেষ ৮ বছরের পথচলা

প্রকাশিত: ১৯:৩৩, ১২ এপ্রিল ২০২৫

৩০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি, পুমার সঙ্গে শেষ ৮ বছরের পথচলা

ভারতের ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি এবার ফিরিয়ে দিলেন ৩০০ কোটি রুপির বিশাল এক অফার। জার্মানির নামকরা ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি। পুমা চেয়েছিল নতুন করে আরও আট বছরের জন্য চুক্তি নবায়ন করতে। তবে কোহলি সেই প্রস্তাব গ্রহণ করেননি—খবর প্রকাশ করেছে এনডিটিভি।

২০১৭ সালে পুমার সঙ্গে প্রথমবার ১১০ কোটির চুক্তিতে যুক্ত হয়েছিলেন কোহলি। সেই চুক্তির মেয়াদ শেষে এবার পুমা প্রায় তিনগুণ অর্থমূল্যের নতুন প্রস্তাব দিলেও কোহলি সেটি নাকচ করেছেন। কারণ, আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান৮’-কে আরও বিস্তৃত ও শক্তিশালী করতেই মনোযোগ দিচ্ছেন তিনি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কোহলি এবার যোগ দিতে যাচ্ছেন ‘অ্যাজিলিটাস’ নামক একটি নতুন কোম্পানির সঙ্গে। এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন পুমা ইন্ডিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি। অ্যাজিলিটাস এখন ভারত ও বিদেশে ক্রীড়া সামগ্রী সরবরাহ করছে। ধারণা করা হচ্ছে, কোহলির ‘ওয়ান৮’ ব্র্যান্ডকে এই সংস্থার সঙ্গে যুক্ত করেই নতুন যাত্রা শুরু করবেন তিনি।

ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির নতুন অভিযানে নাম লেখানো কোহলির এই সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

 

রাজু

×