ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশের নাম, দক্ষিণ এশিয়ার শীর্ষে হামজা চৌধুরী

প্রকাশিত: ১৮:৩০, ১২ এপ্রিল ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশের নাম, দক্ষিণ এশিয়ার শীর্ষে হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে আরাধ্য জমজমাট লিগ হিসেবে বিবেচিত হয় ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লা লিগা কিংবা ইন্টার-জুভেন্টাসের সিরি কে ছাড়িয়ে ফুটবল প্রেমীদের কাছে ইংল্যান্ডের এই লিগের আবেদনই আলাদা।

সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগেই এবার জায়গা করে নিলো বাংলাদেশআর সেই সঙ্গে উঠে এলো হামজা চৌধুরীর নামও। ইংলিশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি প্রকাশিত এক পোস্টে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ১২৬টি দেশের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে প্রতিটি দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ের নামও দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন লেস্টার সিটির সাবেক মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি ইপিএলে খেলেছেন মোট ৫৭ ম্যাচ। দক্ষিণ এশিয়ার অন্য কোনো খেলোয়াড় এখনো এত ম্যাচ খেলতে পারেননি। পাকিস্তানের জেশ রাহমান খেলেছেন ২১ ম্যাচ।

তালিকায় অন্যান্য উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন:

পর্তুগাল: ক্রিশ্চিয়ানো রোনালদো

চেক প্রজাতন্ত্র: পেটার চেক

বেলজিয়াম: কেভিন ডে ব্রুইনা

আর্জেন্টিনা: পাবলো জাবালেতা

ব্রাজিল: উইলিয়ান

দক্ষিণ কোরিয়া (এশিয়া থেকে সর্বোচ্চ): সন হিউয়েন মিন (৩৩১ ম্যাচ)। এশিয়ান ফুটবলে দক্ষিণ কোরিয়ার সনের দাপট থাকলেও দক্ষিণ এশিয়ার গর্ব এখন হামজা চৌধুরী। আর বাংলাদেশের নাম এই মর্যাদাপূর্ণ তালিকায় উঠে আসাটা নিঃসন্দেহে গর্বের।

মেহেদী হাসান

×