
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হতে যাচ্ছেন আরও এক প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান মিডফিল্ডার সামিত সোম লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে রাজি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান।
বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ‘খেলাযোগ’-এ এক সাক্ষাৎকারে অমিত বলেন, “দীর্ঘ প্রায় এক মাস ধরে সামিত সোমের সঙ্গে আলোচনা হয়েছে। সবদিক বিবেচনায় শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন।”
বর্তমানে সামিত সোমকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। এরপর বাফুফে ফিফার অনুমোদনের জন্য আবেদন করবে। অনুমোদন মিললেই সামিত সোমকে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যাবে।
বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণ সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সামিত সোমের মতো একজন প্রতিভাবান মিডফিল্ডারের যোগদান নিঃসন্দেহে দলের মাঝমাঠে বাড়তি শক্তি যোগ করবে বলেই মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
সূত্র: https://www.facebook.com/share/v/1Bc6SrnJuZ/
আবীর