
.
২০১৭ সালে ইতালির এএস রোমা থেকে লিভারপুলে পাড়ি জমান মোহাম্মদ সালাহ। ৮ বছরে অ্যানফিল্ড অ্যারেনায় ‘দ্যা রেডসদের’ জার্সিতে কত স্মৃতি, কত অর্জন, কত ইতিহাস। দলবদলের মৌসুম শেষের দিকে। অথচ ইংলিশ ক্লাবটির পক্ষে সাড়া পাচ্ছিলেন না ইজিপ্ট সুপারস্টার। প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। গুঞ্জন উঠেছিল অ্যানফিল্ড ছাড়ছেন। বছরজুড়ে চলা সেই আলোচনা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে ২০২৭ পর্যন্ত আরও দুই বছরের জন্য চুক্তি করল লিভারপুল এফসি কর্তৃপক্ষ। এতদিন সপ্তাহে তার বেতন ছিল ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। মিসরীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন চুক্তিতে তিনি সপ্তাহে ৪ লাখ পাউন্ড পাবেন। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হলান্ডের (ম্যানসিটিতে ৫ লাখ পাউন্ড) পর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন সালাহ। সিটিতে কেভিন ডি ব্রুইনাও পান ৪ লাখ পাউন্ড।
অফিসিয়াল অ্যাকাউন্টে লিভারপুল একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যায় মিক্সড জোন পেরিয়ে স্টেডিয়ামের গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন সালাহ। মাঠের মাঝখানে তার জন্য পেতে রাখা হয় একটি আসন। তার জন্যই প্রস্তুত রাখা হয়েছিল সেটি, যেন এসেই অনেকটা রাজসিক ভঙ্গিতে আসিন হতে পারেন। লালগালিচার ওপর রাখা চেয়ারের রঙও মিলেমিশে একাকার হয়েছে লিভারপুলের লাল জার্সির সঙ্গে। সেই ভিডিওর শেষটা হয়, ‘এই যাত্রা চলবে’ লিখে। অ্যানফিল্ডে পাড়ি দেওয়ার পর, অল্প সময়ে লিভারপুলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা সালাহ। ক্লাবটির তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে প্রিমিয়ার লিগ জয়, ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরাসহ অনেক সাফল্য। লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯৩ ম্যাচে ২৪৩ গোলের পাশাপাশি সালাহার অ্যাসিস্ট ১০৯টি। চুক্তি সেরেই আরও ট্রফি জেতানোর প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই আমি খুবই রোমাঞ্চিত-এখন আমাদের দারুণ একটা দল আছে। আগেও আমাদের দলটা দারুণ ছিল। আমি মনে করি, আমাদের সামনে আরও ট্রফি জয়ের সম্ভাবনা আছে এবং এখানে আমি আমার ফুটবল উপভোগ করতে পারব, এজন্যই আমি (নতুন) চুক্তি করেছি।