ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মিরপুরে মোহামেডান-আবাহনী মহারণ আজ

প্রকাশিত: ২৩:৩১, ১১ এপ্রিল ২০২৫

মিরপুরে মোহামেডান-আবাহনী মহারণ আজ

.

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রাথমিক রাউন্ডের শেষ পর্ব শুরু হচ্ছে আজ। ইতোমধ্যেই সুপার লিগ নিশ্চিত করেছেন ৫ দল- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ ও গুলশান ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে যাবে যে কোনো একটি দল। তা নির্ধারিত হবে এই শেষ রাউন্ডে। আজই ভাগ্য পরীক্ষায় নামছে প্রাইম ব্যাংক। বিকেএসপিতে তাদের প্রতিপক্ষ গুলশান। জিতলেও প্রাইম ব্যাংকের সুপার লিগ নিশ্চিত হবে না। কারণ শনিবার শেষ ম্যাচে অগ্রণী ব্যাংক যদি জিতে যায় তাহলে তারাই যাবে, আর হারলে হিসাব হবে হেড-টু-হেড ও নেট রানরেটের। তবে লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হতে যাচ্ছে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। আবাহনীর পয়েন্ট ১০ ম্যাচে ১৮, মোহামেডানের ১৬। আজ মোহামেডান জিততে পারলে আবাহনীকে ছুঁয়ে ফেলবে। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে। সবগুলো ম্যাচ শুরু হবে আজ সকাল ৯টায়।
এবার হার দিয়ে লিগ শুরু করে আবাহনী ও মোহামেডান। তুলনামূলকভাবে কাগজ-কলমের হিসাবে শক্তিশালী দল গড়েছে এবার মোহামেডান। তবে অষ্টম রাউন্ডের পর থেকে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই খেলতে হচ্ছে তাদের। হার্ট অ্যাটাকের পর এখনও চিকিৎসা প্রক্রিয়ায় আছেন তামিম। তাই তাওহিদ হৃদয়ের নেতৃত্বে খেলছে তারা। যদিও এতে শক্তির কোনো তারতম্য ঘটেনি, এমনকি তাওহিদ বেশ ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছে দলকে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য আলাদাভাবে অনুশীলন করার কথা মুশফিকুর রহিমের। তাই তার খেলা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। তবে আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ও মর্যাদার ম্যাচে মুশফিকের মতো তারকাকে নিয়েই মাঠে নামতে আশাবাদী মোহামেডান। কারণ টেস্ট দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে রবিবার। তার আগে আজ টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় থাকার কথা নয়। মোহামেডান এবার শুরুতে কিছুটা পারফর্ম্যান্স দেখানোর ক্ষেত্রে ভুগেছে। তবে গুলশান ও গাজী গ্রুপের কাছে হারলেও বাকি ম্যাচগুলো বেশ ভালোভাবেই জিতেছে। তাই ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট তাদের। এককভাবেই দ্বিতীয় স্থানে আছে তারা। আজ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে দিতে পারলে দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে। কিন্তু লিগের বাই-লজ অনুসারে হেড-টু-হেড বিবেচনায় মোহামেডানই থাকবে উপরে।
আবাহনী শুধু প্রথম ম্যাচটাই হেরেছে অগ্রণী ব্যাংকের কাছে। এরপর আর কোনো দলকে সুযোগ দেয়নি। একটানা ৯ ম্যাচ জিতেছে গত দুইবারের চ্যাম্পিয়নরা। আরেকবার শিরোপা ধরে রাখার জন্যই যেন খেলছে দলটি। বিধ্বংসী মেজাজের পারভেজ হোসেন ইমন দুর্দান্ত ফর্মে আছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এখন ছন্দে ফিরেছেন। এবার মোহামেডানকে হারাতে পারলে সুপার লিগে সুবিধা পাবে তারা। কারণ পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা ধরে রাখার কাজটা সহজ হবে। এবার বেশ কয়েকটি লিগ পর আবাহনী-মোহামেডান বেশ সমান্তরাল পারফর্ম্যান্স করেছে। তাই জমজমাট একটি লড়াইয়ের অপেক্ষা মিরপুরে। এ বিষয়ে আবাহনী অধিনায়ক শান্ত বলেছেন, ওরকম মাঠে হয়ত আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। আমার মনে হয় এখনও আবাহনী-মোহমেডান যখন খেলা হয় ওরকম উত্তেজনা থাকে খেলোয়াড়দের মধ্যে। তেমনি দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে। আর  খেলা কিন্তু ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তো আমি আশা করব দর্শকরা আগে যেভাবে আসতেন সেভাবে যেন আসেন। এদিন শাইনপুকুরকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে রেলিগেশন এড়ানোর সুযোগ থাকবে রূপগঞ্জ টাইগার্সের। সেক্ষেত্রে পরদিন ব্রাদার্স ইউনিয়নও যদি গাজী গ্রুপের সঙ্গে জিতে যায় তাহলে নেট রানরেটের হিসাব হবে। কারণ দুই দলের ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং উভয়ের পয়েন্ট সমান ৫ করে। আরেকটি ম্যাচে যদি গুলশানের বিপক্ষে প্রাইম ব্যাংক জিতে যায় তাদের পয়েন্ট হবে ১২ এবং পরদিন অগ্রণী ব্যাংক হারলেই প্রাইম উঠবে সুপার লিগে। কারণ প্রাইম-অগ্রণী লড়াইয়ে জিতেছে প্রাইম।

×