
ছবি: সংগৃহীত
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ, যেখানে বিশ্বের সেরা ৩২টি ক্লাব অংশ নেবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, "বিশ্বকে স্বাগত জানানো হবে যুক্তরাষ্ট্রে", এই প্রতিযোগিতার মাধ্যমে।
১১টি মার্কিন শহরে ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল মাঠে অনুষ্ঠিত হবে ছয়টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড-অব-১৬ এবং ৪ জুলাই একটি উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল।
এটি একটি উষ্ণ আপ ইভেন্ট হলেও, আসল বিশ্বকাপের আগে ফিফা এটি ঘিরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ইনফান্তিনো বলেন, “যা-ই বলুক কেউ, বিশ্ব আমেরিকাকে ভালোবাসে।”ভিসা প্রসঙ্গে তিনি জানান, হোয়াইট হাউজের কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছেন যে বিদেশি ভক্তরা যুক্তরাষ্ট্রে নিরাপদ থাকবেন। নিরাপত্তা নিশ্চিত করতে তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেল ও এফবিআই পরিচালকসহ বৈঠক করেছেন।
সেরা ৩২টি ক্লাবের তালিকায় যারা মাঠে নামছে:
মেসির ইন্টার মায়ামি ও সিয়াটল সাউন্ডার্স:
এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র থেকে অংশ নিচ্ছে দুইটি দল – ইন্টার মায়ামি (যেখানে খেলবেন লিওনেল মেসি) এবং সিয়াটল সাউন্ডার্স।
ইউরোপ থেকে থাকছে ১২টি শীর্ষ ক্লাব:
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, চেলসি, জুভেন্টাস, প্যারিস সেন্ট জার্মেইসহ আরও। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও ওশেনিয়া থেকেও অংশ নিচ্ছে বহু বিখ্যাত ক্লাব।
বিশাল আর্থিক প্রণোদনা থাকছে এই টুর্নামেন্টে। সম্প্রচার স্বত্ব ১ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বিজয়ী দল পেতে পারে রেকর্ড ১২৫ মিলিয়ন ডলার। অংশগ্রহণকারী দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫২৫ মিলিয়ন ডলার।
ইনফান্তিনো আশাবাদী, টিকিট বিক্রি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। “আমেরিকায় যদি প্রীতি ম্যাচেও গ্যালারি ভরে যায়, তাহলে বিশ্বকাপ তো উৎসবই হবে ”। ১১টি স্বাগতিক শহর পাবে ১ মিলিয়ন ডলার করে আর্থিক সহায়তা।
তিনি আরও বলেন, “চ্যাম্পিয়নস লিগ, কোপা লিবার্তাদোরেস সবারই দাবি তারাই সেরা। কিন্তু ক্লাব বিশ্বকাপই প্রমাণ করবে কে সত্যিকার অর্থে বিশ্বসেরা।”
সূত্র: আল-জাজিরা এবং নিউজ এজেন্সি
মেহেদী হাসান