ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নারী ক্রিকেট

আহা... রেকর্ড!

প্রকাশিত: ২১:৫৩, ১০ এপ্রিল ২০২৫

আহা... রেকর্ড!

পাঁচ উইকেট নিয়েছেন জান্নাতুল

লাহোরে আজ (বৃহস্পতিবার) থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২৭১ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে ৯৩ রানে গুটিয়ে দিয়ে টাইগ্রেসরা তুলে নিয়েছে ১৭৮ রানের বিশাল জয়। সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জোড়া ৫ উইকেট নিয়েছেন স্পিনার জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন।

রানের হিসাবে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। গত নভেম্বরের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল তারা।

প্রায় সাত বছর পর ওয়ানডে খেলতে নেমে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন সুমনা। ফাহিমার খরচ ২১ রান। নারী ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি এটি।

২৭১ রান ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান। রেকর্ড পুঁজির বড় কারিগর নিগার সুলতানা। ৭৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে দেশের হয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়ে ১০১ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন আক্তার।

তৃতীয় উইকেটে নিগার ও শারমিন মিলে গড়েন ১৫২ রানের জুটি। এই সংস্করণে যে কোনো উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ফারজানা ও শারমিনের ১৪৩ রানের জুটি ছিল আগের রেকর্ড।

ফারজানার সঙ্গে শারমিনের দ্বিতীয় উইকেট জুটির সংগ্রহ ১০৪ রান। একই ওয়ানডেতে বাংলাদেশের শতরানের দুটি জুটির প্রথম নজিরও এটি। ওয়ানডেতে সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার নিগার। আগের দুই সেঞ্চুরি করেছিলেন ফারজানা।

৮০ বলের ইনিংসে ১৫ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন অভিজ্ঞ ব্যাটার। ওয়ানডেতে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড এটি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রান করার পথে ১৪টি চার মেরেছিলেন শারমিন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

মিরাজ/আশিক

×