
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুই ইনজুরির কারণে আসর থেকে ছিটকে পড়ায় ধোনিকেই আবারও দলের হাল ধরতে হচ্ছে।
চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ধোনি।
৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে চেন্নাইয়ের পেসার তুষার দেশপান্ডের একটি বল রুতুরাজের কনুইয়ে আঘাত করে। এরপর দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে তিনি খেললেও সাম্প্রতিক স্ক্যানে চোট গুরুতর বলে ধরা পড়ে।
চেন্নাইয়ের জন্য এটি বড় এক ধাক্কা। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে ইতিমধ্যেই পয়েন্ট টেবিলে পিছিয়ে রয়েছে তারা। তার ওপর রুতুরাজকে হারানো তাদের ব্যাটিং লাইনআপের জন্য বড় ক্ষতি, কারণ গত চার আসরের মধ্যে তিনবারই তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
রুতুরাজের অনুপস্থিতিতে দায়িত্ব নিচ্ছেন ৪৩ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ধোনি, যিনি চেন্নাইয়ের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। ২০২৪ মৌসুম শুরুর আগে তিনি নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন, তবে দলের প্রয়োজনে আবারও সামনে এলেন।
চেন্নাইয়ের হয়ে ২৪৯ ম্যাচের মধ্যে ২৩৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ধোনি। তার নেতৃত্বেই দলটি জিতেছে পাঁচটি আইপিএল শিরোপা (২০১০–২০২৩) এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি। তার সময়ে দল ফাইনালে উঠেছে ১০ বার, এর মধ্যে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত টানা চারবার। কেবল ২০২০ ও ২০২২ সালে সেরা চারে উঠতে পারেনি দলটি।
চেন্নাই ভক্তদের জন্য ধোনির প্রত্যাবর্তন হতে পারে নতুন আশার আলো।
রাজু