ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ডিপিএলে পারিশ্রমিক বিতর্ক, সন্দেহজনক আউট

মোহামেডান-আবাহনীর জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২১, ১০ এপ্রিল ২০২৫

মোহামেডান-আবাহনীর জয়

অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলার পথে মোহামেডানের মুশফিকুর রহিম

এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক বেশ কম। পরিস্থিতি বুঝে ক্রিকেটাররাও তাতে সম্মত হয়ে খেলছেন। কিন্তু এর পরও পারিশ্রমিক না পাওয়ার জটিলতা তৈরি হয়েছে। প্রাথমিক পর্বের খেলা প্রায় শেষের দিকে। এই সময়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা বুধবার পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছেন। আজ তারা দশম রাউন্ডের ম্যাচ খেলতে নামবে।

কিন্তু পারিশ্রমিক নিয়ে কোনো সমাধান না হলে ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছেন তারা। এদিন অবশ্য দুর্বার বেগে এগিয়ে চলা গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ১৩৩ রানের বিশাল ব্যবধানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবও। তারা ৭৪ রানে পরাস্ত করেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। দুটি ম্যাচই হয়েছে বিকেএসপিতে। 
মিরপুরে আগে ব্যাট করে গুলশান ৪১ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায়। সাকিব শাহরিয়ার ৫১ বলে ৪ চার, ১ ছক্কায় ৩৮ ও জাওয়াদ আবরার ৩৭ বলে ৬ চারে ৩৭ রান করেন। নিয়ন ইয়াসিন জামান ৩টি ও রহিম আহমেদ ২টি উইকেট নেন। জবাবে ৪৩ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। জিততে শেষ উইকেটে ৭ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু ওই সময় নাঈম ইসলামের ওয়াইড বলে ক্রিজের বাইরে আসেন মিনহাজুল।

উইকেটরক্ষক স্টাম্পিং করতে গেলে ব্যাট ক্রিজে ঢুকিয়েও রহস্যজনকভাবে আবার বাইরে নিয়ে যান তিনি এবং স্টাম্পিং হয়ে যান। এই জয়ে গুলশানের সুপার লিগ নিশ্চিত হয়েছে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে। আর তাই শুরু হয়েছে আউটটি নিয়ে সন্দেহ। সন্দেহজনক মন্থর ব্যাটিংয়ে ৩৪ বলে মাত্র ৮ রান করেছেন মিনহাজুল। বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৭ রান তোলে।

রনি তালুকদার ৪৯ বলে ৪ চার, ১ ছয়ে ৪৯ রানে আউট হলেও মাহিদুল ইসলাম অঙ্কন ৮৩ বলে ২ চার, ৩ ছক্কায় ৬৪ ও মুশফিকুর রহিম মাত্র ৫৭ বলে ৬ চার, ১ ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন। এছাড়া অধিনায়ক তাওহিদ হৃদয় করেন ৬১ বলে ২ চারে ৪২ রান। আরিফ আহমেদ নেন ৩ উইকেট। 
এরপর অগ্রণী ব্যাংক অমিত হাসানের সেঞ্চুরির পরও ৪৭.২ ওভারে ২১৩ রানে গুটিয়ে যায়। অমিত ১২৩ বলে ৭ চার, ১ ছয়ে ১০৫ রান করেন। মোহামেডানের ৭৪ রানের জয়ে বড় ভূমিকা এবাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজের। উভয়ে ৩টি করে উইকেট নেন। বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী ১৩৩ রানে জয় পায়। আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের ৭১ বলে ৬ চার, ৫ ছক্কায় করা ৭৯ রানের সুবাদে আবাহনী ৫০ ওভারে ৯ উইকেটে করে ২৯০ রান।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭০ বলে ৪ চার, ৩ ছক্কায় করেন ৫৮ রান। হাসান মাহমুদ ১০ ওভারে ১ মেডেনে ৩৮ রান দিয়ে ৪টি এবং নাঈম আহমেদ ৪৯ রানে ৩টি উইকেট নেন। জবাবে ৩২ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। পারটেক্স এদিন পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বয়কট করলেও কর্তৃপক্ষ দাবি করেছে অধিকাংশ ক্রিকেটারকে লিগ শুরুর আগেই ৫০ শতাংশ, ঈদের আগেই আরও ১০ শতাংশ দেওয়া হয়েছে। ক্রিকেটাররা বিসিবির কাছে পারিশ্রমিকের জন্য চিঠি দিলেও ক্লাব থেকে দাবি করা হয়েছে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে না খেলে নেগেটিভ মনোভাব দেখাচ্ছেন তারা ম্যাচে নেমে।

×