ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জয়ে শুরু পাকিস্তানের

উইন্ডিজকে হারিয়ে চমক স্কটিশ মেয়েদের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৮, ১০ এপ্রিল ২০২৫

উইন্ডিজকে হারিয়ে চমক স্কটিশ মেয়েদের

নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারিয়ে স্কটল্যান্ডের মেয়েদের উল্লাস

নারী ওয়ানডে বিশ^কাপ বাছাই শুরু হয়েছে বুধবার। আর প্রথম দিনেই চমক দেখিয়েছে স্কটল্যান্ড নারী ক্রিকেট দল। তারা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলকে ১১ রানে হারিয়েছে। আর স্বাগতিক পাকিস্তান নারী ক্রিকেট দল করেছে শুভ সূচনা। তারা আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে হারিয়েছে ৩৮ রানে। দুটি ম্যাচই লাহোরের ভিন্ন দুই মাঠে অনুষ্ঠিত হয়েছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান নারী ক্রিকেট দল। ৪ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৭ এবং তৃতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়েন মুনিবা আলী-সিদরা আমিন ও সিদরা-আলিয়া রিয়াজ। মুনিবা ৫৯ বলে ৪ চারে ৩২ রানে ফিরে গেলেও বাকি দু’জন করেন হাফ সেঞ্চুরি। সিদরা ১১২ বলে ৩ চারে ৫১ এবং আলিয়া ৫৮ বলে ৪ চার, ১ ছয়ে ৫২ রান করেন।

জেন ম্যাগুইর ৩টি এবং আরলিন কেলি ও কারা মারে ২টি করে উইকেট নেন। জবাবে পাক বোলারদের দাপটে আইরিশ মেয়েরা ৪৪ ওভারে গুটিয়ে যায় ১৭৯ রানে। অধিনায়ক গ্যাবি লুইস ৬৭ বলে ৫ চারে ৪৪ ও অ্যামি হান্টার ৫৪ বলে ৪ চারে ৪৪ রান করেন। ওরলা পেনডারগাস্ট ৩৭ রান করেন। ডায়ানা বেগ ৪টি ও নাশরা সান্ধু ৩টি উইকেট নেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে স্কটল্যান্ডের মেয়েরা ৪৫ ওভারে ২৪৪ রানে গুটিয়ে যায়। সারাহ ব্রাইস ৫৬ বলে ৬ চারে ৫৫ ও মেগান ম্যাককল ৪৪ বলে ৫ চারে ৪৫ রান করেন।

হায়লি ম্যাথুজ ৪টি এবং আলিয়াহ অ্যালেইন, কারিশমা রামচার‌্যাক ২টি করে উইকেট নেন। জবাবে অধিনায়ক ও ওপেনার হায়লি ম্যাথুসের সেঞ্চুরির পরও বাকিদের ব্যর্থতায় উইন্ডিজ মেয়েরা ৪৬.২ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায়। হায়লি ১১৩ বলে ১৪ চারে ১১৪ ও জাইদা জেমস ৮৯ বলে ৫ চার, ১ ছয়ে ৪৫ রান করেন। ক্যাথরিন ফ্রেজার ৩টি, ক্লোই অ্যাবেল ও আবতাহা মাকুসদ ২টি করে উইকেট নেন। ১১ রানের জয়ে স্কটিশ মেয়েরা চমকে দেয় সবাইকে।

×